9.1 C
New York
Saturday, April 20, 2024

Buy now

আফ্রিদির পর বাংলাদেশকে অপমান করলেন লারা

ইংল্যান্ড বিশ্বকাপ ২০১৯ কে সামনে রেখে ক্রিকেট বিশ্লেষক, সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা নিজ নিজ ফেভারিট দলের নাম জানাচ্ছেন ও কোন দলের কাপ পাবার সম্ভবনা বেশি তা শেয়ার করছেন ফ্যান ফলোয়ারদের সাথে।

বেশিরভার বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটারদের মুখেই হট ফেভারিট হিসেবে শোনা যাচ্ছে ভারত, ইংল্যান্ডের নাম। অন্যদিকে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের নাম কেউ কেউ বললেও ওয়েস্ট ইন্ডিজের কথা বলছেননা কেউ।

তবে ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ব্রায়েন লারার মুখে কিন্তু শুধুই ওয়েস্ট ইন্ডিজ। এমনকি ওয়েস্ট ইন্ডিজের সামর্থ্য বোঝাতে যেয়ে তিনি অপমান করে বসলেন বাংলাদেশকে। কদিন আগেই যেমনটি করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

ব্রায়েন লারা বলেন, ‘উইন্ডিজকে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে। নিজেদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি। আমরা দেখিয়েছি আমরা ভারত ইংল্যান্ডকে হারাতে পারি। আবার অন্যদিকে বাংলাদেশ ও আফগানিস্তানের মত দলের বিপক্ষেও হেরেছি। আর এসবই আমাদের এড়িয়ে যেতে হবে ভালো কিছু করার জন্য। উইন্ডিজকে সেমি ফাইনালে দেখলে আনন্দিতই হব।’

তিনি আরো বলেন, ‘আমরা গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছি। মানুষের মধ্যে আমাদের নিয়ে ভিন্ন ধারণা হতে শুরু করেছে আস্তে আস্তে। তাই আমার মনে হয়না খেলা শুরুর আগেই কেউ এখন উইন্ডিজকে বাতিলের খাতায় ফেলবে না।’

লারার এমন কথা এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভাইরাল হয়েছে। যাতে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভের সঞ্চালনা দেখা গেছে। এখনো ওয়ানডে রাংকিংয়ে সাত নস্বর অবস্থানে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের স্থান ৯ এ। তাতেই তার বুঝে নেয়া উচিত ছিল সাধারণ কোনো দলের কাছে হারেনি তারা। পূর্বের গ্লানি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন ক্রিকেটে অনেক এগিয়ে।

সামনে বিশ্বকাপ, আপনি ক্রিকেট ভালোবাসেন কিন্তু নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেননা! এমন ক্রিকেট প্রিয় মানুষগুলোর জন্য বিডি স্পোর্টস নিউজ নিয়ে আসলো সুবর্ণ সুযোগ। ক্রিকেট, ফুটবল অথবা যেকোনো খেলা নিয়ে bdsportsnews.com এ লিখতে চাইলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন contact@bdsportsnews.com এই ঠিকানায়

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles