8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

আমি অবসর নেইনি, তবে বিশ্বকাপে এটাই শেষ ম্যাচ: গেইল

আজকের এই উচ্চ পর্যায়ে উইন্ডিজ ক্রিকেটকে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্রিস গেইল তাদের মধ্যে অন্যতম। এই তারকা ক্রিকেটার এখন পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন।

নতুন খবর হলো, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তবে আরেক সুপারস্টার ক্রিস গেইলকে নিয়েও ম্যাচ চলাকালে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করেছিলেন, গেইলও হয়ত এই ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন।

তবে ম্যাচ শেষে ক্যারিবিয়ান দানব ভক্তদের সংশয় দূর করে জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন তিনি। তবে এটাই তার শেষ বিশ্বকাপ।

চলতি আসর শুরুর আগে গেইল জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ও অষ্টম দুই আসরে খেলতে চান তিনি। কিন্তু সপ্তম আসরে উইন্ডিজের অভিজ্ঞ পারফর্মাররা দলকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ হলেন। গেইলও তাই বুঝতে পারছেন, আগামী বিশ্বকাপ খেলা তার জন্য কঠিন হবে, যখন বয়স হবে ৪৩।

ম্যাচ শেষে গেইল বলেন, ‘এটা আমাদের জন্য অনেক হতাশাজনক বিশ্বকাপ ছিল, বিশেষ করে আমার জন্য। আমার সবচেয়ে খারাপ বিশ্বকাপ। আমাদের আরও অনেকদূর যেতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে অনেক মেধা রয়েছে। তাদের প্রতি সমর্থন জানাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে শুভকামনা জানাই।’

মাঠে গেইলের ভাবভঙ্গি দেখে মনে হয়েছে এটাই তার শেষ ম্যাচ। অজিদের বিপক্ষে শেষ ম্যাচই খেলেছেন বটে, তবে তা বিশ্বকাপে। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্রিকেটার।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles