9.5 C
New York
Saturday, April 20, 2024

Buy now

ঢাকায় ইন্টারন্যাশনাল প্রফেশনাল বক্সিং ১৯ মে

আগামী ১৯ মে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ, ভারত ও নেপালের বক্সারদের নিয়ে হবে ইন্টারন্যাশনাল প্রফেশনাল বক্সিং। বাংলাদেশের হয়ে এতে অংশ নেবেন আল-আমিন, সুরকৃষ্ণ চাকমা ও হিরা মিয়া।

এর মধ্যে আল আমিন খেলবেন ওয়েলটার ওয়েটে, সুর কৃষ্ণ চাকমা সুপার লাইট ওয়েটে এবং হিরা মিয়া ক্রুজার ওয়েটে। বাংলাদেশের ৩ বক্সারের মধ্যে হিরা মিয়া খেলবেন ভারতের বক্সারের বিপক্ষে অন্যদিকে আল আমিন ও সুরকুষ্ণ চাকমা খেলবেন নেপালের প্রতিপক্ষের বিপক্ষে আর আল আমিনের প্রতিপক্ষ নেপালের ভারত চাদ।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

প্রো-বক্সিংয়ে অংশগ্রহণ ও জয়ের জন্য থাকবে আলাদা আলাদা প্রাইজমানি। তবে সেই টাকার অংকটা এখনো ঠিক করেনি আয়োজকরা। প্রফেশনাল বক্সারদের পাশাপাশি নন-প্রফেশনাল বক্সারদেরও খেলা হবে।

এই প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের এই প্রো-বক্সিংয়ে কোনো সম্পৃক্ততা নেই। প্রমোশনের দায়িত্বে আছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন।

আরও পড়ুন: সাকিব যদি খেলতে চায়, অবশ্যই খেলবে: পাপন

প্রো-বক্সিং দেখার জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ভিআইপি গ্যালারি ১০০০ টাকা এবং গ্যালারি ৫০০ টাকা। খেলা হবে বিকেল ৫টা-রাত ৯টা পর্যন্ত।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles