5.9 C
New York
Friday, March 29, 2024

Buy now

ওয়ানডেতে পাকিস্তানের ইতিহাস গড়া জয়

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পাহাড় সমান রানের টার্গেটকে জয় করে আবারও নতুন ইতিহাস গড়লো পাকিস্তান। ৭০০ রানের এই রানবন্যার ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাঁচাতে পাকিস্তানকে ইতিহাস গড়তে হতো। ৮ উইকেটে ৩৪৮ রান তুলে স্বাগতিকদের কাজটা কঠিন করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ সালে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৩২৯ রান করে জিতেছিল পাকিস্তান।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা, সূচি প্রকাশ

বৃহস্পতিবার লাহোরে আগে ব্যাট করে ম্যাক ডরমেটের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৪৮ রান করে অস্ট্রেলিয়া। এছাড়া আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড ৮৯ আর লাবুসানে ৫৯ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৪টি উইকেট নেন।

এই বিশাল লক্ষ্য তাড়া করে ৩ ৫২ রান তুলে দারুন এক ঐতিহাসিক জয় পেয়েছে বাবর আজমরা। ৬ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে জোড়া শতক হাঁকিয়েছেন বাবর আজম ও ইমাম উল হক। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর খুশদিল শাহের ঝড়ো ফিনিশিংয়ে বিজয়ের পতাকা উড়ায় পাকিস্তান।

আরও পড়ুন: নিজের প্রিয় বাংলাদেশের সেরা ক্রিকেটারের নাম জানালেন আমলা

আগের ম্যাচে ১০৩ রান করা ইমাম-উল-হক এদিন ৯৭ বল খেলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৬ রান করেন। আর অধিনায়ক বাবর মাত্র ৮৩ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১১৪ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন। এ জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আসল।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles