7.7 C
New York
Friday, April 19, 2024

Buy now

কান্নাজড়িত কণ্ঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসার আকুতি

গেলো বুধবার কোনো ফ্রাঞ্চাইজি ছাড়াই আসন্ন বিপিএলের সপ্তম আসর আয়োজনরে কখা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিসিবির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বিপিএল সপ্তম আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিজা কামাল।

বুধবার হঠাৎ এক সম্মলনে বিসিবির তরফ থেকে জানানো হয়েছিল কোনো ফ্রাঞ্চাইজি ছাড়াই আয়োজন হযে বিপিএলের সপ্তম আসর। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের নাম হবে “বঙ্গবন্ধু বিপিএল”। এছাড়া টুর্নামেন্টে সব দলগুলোর মালিক থাকবে বিসিবি। দল গঠন থেকে ম্যাচ পরিচালনা-সবকিছুর একচ্ছত্র দায়িত্ব বিসিবির।

বিবিসির এমন সিদ্ধান্তের কারণ হিসেবে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ফ্রাঞ্চাইজিগুলোর লভ্যাংশ দাবি করা ও একই বছরে দুইটি বিবিপিএলের আসর আয়োজন করে আর্থিক সমস্যার কথা।

এদিকে বিপিএল ফ্রাঞ্চাইজিগুলোর জন্য লস প্রজেক্ট তাই সপ্তম আসরে লভ্যাংশের ভাগ না পেলে আসর বর্জনের হুমকি দেওয়া নাফিসা কামাল এবার ভোল পাল্টালেন। নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা “বঙ্গবন্ধু বিপিএল” সপ্তম আসরে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের কার্যালয়ে অশ্রুসিক্ত চোখে কুমিল্লার চেয়ারপারসন বললেন, ‘অনেক দিন ধরে দলটা নিয়ে আছি। আজ বিপিএল যে পর্যায়ে এসেছে, তাতে আমার ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যেতে হয়। শুরু থেকেই আছি এখানে।… পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার।…ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, এবার কুমিল্লা খেলবে, অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারব না, এটা আমার জন্য অনেক কষ্টকর।’

বিসিবির সিদ্ধান্ত স্বাগত জানিয়ে নাফিসা বলেছেন, এবারও বিপিএলের সঙ্গে তারা থাকতে চান, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে যে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে আমার দল সেটির বাইরে কিছুতেই থাকতে চায় না। আমরা চাই না এত বড় সুযোগ থেকে বঞ্চিত হই। আমাদের চাওয়া থাকবে, বিপিএল গভর্নিং কাউন্সিল আমাদের নিয়েই সার্থকভাবে টুর্নামেন্টটা আয়োজন করবে। আমরা পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দেব বিপিএল গভর্নিং কাউন্সিলের দিকে।’

তবে বিসিবি যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অবাকই হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন, ‘আমাদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিল। বলেছিল খসড়া তৈরি করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাবে। সেটিতে যদি আপত্তি থাকে, তবে সমঝোতা করবে বা রাজি থাকলে চুক্তি সই করবে। এত দিন ধরে সেটির অপেক্ষায় ছিলাম।… যদি আগে থেকে আমাদের নোটিশ দেওয়া হতো যে এমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে যোগাযোগ করতে সুবিধা হতো।’

এখন বিপিএলে থাকতে ভীষণ আগ্রহ প্রকাশ করলেও কদিন আগে বিসিবির সঙ্গে বৈঠক শেষে নাফিসাই অবশ্য বলেছিলেন, ‘ এটা আমাদের সবার জন্য অলাভজনক প্রয়াস। চিন্তা করছি আগামী বছর বিপিএলে থাকব কি না।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles