21.7 C
New York
Wednesday, April 17, 2024

Buy now

কোহলিকে নিয়ে অনুষ্কার আবেগঘন স্ট্যাটাস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর শনিবার হঠাৎ করেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পদত্যাগ করেছেন। হঠাৎ তার এমন সিদ্ধান্তের জন্য হয়তো প্রস্তুত ছিলেন না তার ভক্ত-সমর্থকরা।

তার পদত্যাগের পর বিরাটকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী অনুষ্কা লিখেছেন- ২০১৪ সালে যখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব তিনি গ্রহণ করেন, কত না খুশি হয়েছিলেন তিনি। সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন দুজন।

হাসি মজার ছলে ধোনি সেদিন বলেছিলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প দিনের মধ্যেই তার দাড়ি সাদা হতে শুরু করেছে। সেই মুহূর্তেই হো হো করে হেসে ওঠেন সবাই। একজন মানুষ এবং অধিনায়ক হিসেবে বিরাট অনবদ্য। সেদিনের পর অনেক কিছু বদলে ছিল। বিরাট অনেক বড় হয়েছিলেন। জাতীয় দলের হয়ে বিরাট যতটা করেছেন, সেটি বলে বোঝানো সম্ভব নয়।

অনুষ্কা লিখেছেন, একজন অমায়িক সাধাসিধা মানুষ কতটা ভালো উদ্দেশ্য রাখলে আজকে এ জায়গায় পৌঁছায়, সেটি তোমায় দেখলে বোঝা যায়। মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে দেখিয়ে দিয়েছ তুমি। সবসময় মাঠে নয়, জীবনের ক্ষেত্রেও। তোমার পাশে বসে তোমায় কাঁদতে দেখেছি, কিন্তু ভাঙতে নয়, আপস করোনি কোনো ক্ষেত্রে। হাজার পরীক্ষার পরও নিজেকে প্রমাণ করার লড়াইয়ে যে খারাপ কিছু গ্রহণ করোনি, তার জন্য অনেক ধন্যবাদ এবং গর্বিত বোধ করছি।

তিনি আরও লিখেছেন, বিরাটের অবশ্যই দোষ রয়েছে, কিন্তু তার পরও তিনি কঠিন পরিস্থিতিতে শক্তভাবে দাঁড়িয়ে থেকে কাজ করে গেছেন। তার লোভ নেই, শুধু ভালো করার প্রচেষ্টা। ৭ বছরে অনেক কিছু করেছ এবং প্রত্যেকটি ভালো কিছু।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles