9.3 C
New York
Thursday, March 28, 2024

Buy now

ক্যাসিয়াসের হার্ট অ্যাটাকের পর এবার স্ত্রীর ক্যান্সার

ক্যারিয়ারের শেষ লগ্নে দারুণ সংকটে পড়েছেন স্পেনের বিশ্বজয়ী গোলকিপার ইকার ক্যাসিয়াস। কিছু দিন আগে অনুশীলন করার সময় খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার চরম দুঃসংবাদ নেমে এল তাঁর জীবনে। তাঁর স্ত্রী সারা কার্বোনেরো আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে।

তবে এক্ষেত্রেও সাময়িকভাবে কেটে গিয়েছে দুশ্চিন্তার কালো মেঘ। কারণ সম্প্রতি ডিম্বাশয়ে ক্যান্সারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কার্বোনেরোর। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে ক্যাসিয়াসের স্ত্রী নিজেই জানান সেকথা। সফল অস্ত্রোপচারের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘একটা বিপদ পুরোপুরি কাটিয়ে উঠতে না উঠতেই জীবন ফের কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিল।’

ইনস্টাগ্রাম পোস্টে কার্বনেরোর সংযোজন, ‘এবার আমার পালা। ছ’টা বর্ণ এখনও আমায় তাড়া করে নিয়ে ফিরছে (ক্যান্সার)। কয়েকদিন আগেই ডিম্বাশয়ে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। যার সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে।’ একইসঙ্গে তাঁর ইনস্টাগ্রাম বার্তায় অস্ত্রোপচার পরবর্তী সময়ে সবকিছু যে ইতিবাচক দিকেই এগোচ্ছে, তাও জানান ক্যাসিয়াসের স্ত্রী।

কার্বোনেরোর কথায়, ‘সবকিছু খুব ভালো দিকেই এগোচ্ছে। আমি ভাগ্যবান যে পর্যাপ্ত সময় পেয়েছি। তবে এখনও আগামী কয়েকমাস আমাকে লড়াই চালিয়ে যেতে হবে প্রয়োজনীয় চিকিৎসার জন্য। জানি সামনের পথটা খুব একটা সহজ নয়। তবু শেষটা ভালো হবে বলেই আশা রাখছি।’ পাশাপাশি দুঃসময়ে তিনি এবং তাঁর পরিবারের পাশে থাকার জন্য সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানান কার্বোনেরো।

উল্লেখ্য, সারা পেশায় একজন সাংবাদিক। সারার সঙ্গে ক্যাসিয়াসের দীর্ঘ ৯ বছরের দাম্পত্য সম্পর্ক। সেখানেই এখন কালো মেঘের ঘনঘটা।

যদিও মনের জোর বজায় রেখে সারা আরও লিখেছেন, ‘আগামী কয়েক মাস আমাকে লড়তে হবে। একটাই ভাল দিক, রোগটা ছড়িয়ে পড়ার আগে ধরা পড়েছে।’

সামনে বিশ্বকাপ, আপনি ক্রিকেট ভালোবাসেন কিন্তু নিজের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেননা! এমন ক্রিকেট প্রিয় মানুষগুলোর জন্য বিডি স্পোর্টস নিউজ নিয়ে আসলো সুবর্ণ সুযোগ। ক্রিকেট, ফুটবল অথবা যেকোনো খেলা নিয়ে bdsportsnews.com এ লিখতে চাইলে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন contact@bdsportsnews.com এই ঠিকানায়

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles