12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

চট্টগ্রামে সাকিবকে অনন্য সম্মননা

বিশ্বকাপ অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আজ সাকিব আল হাসানকে বন্দর নগরী চট্টগ্রামে সংবর্ধনার আয়োজন করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এ সময় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সাকিব আল হাসানের হাতে সম্মাননা স্বারণ হিসেবে চাবি তুলে দেন।

সাকিবকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক আলী আব্বাস, সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর প্রমুখ। মঙ্গলবার বিকেলে আয়োজীত এই অনুষ্ঠানে সাকিবকে এক পলক দেখতে সমাগম হয় হাজার হাজার মানুষের। সেখানে খুদে ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব।

বিশ্বকাপে ধারাবাহিক পারফরেমেন্সের পেছনে রহস্য সম্পর্ক তামিম নামে এক খুদে ক্রিকেটারের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি তিন চার-মাস আগে থেকে নিজেকে প্রস্তুত করেছি। চ্যালেঞ্জ নিয়েছি। ওটা কাজে এসেছে। দেশের মানুষের সমর্থন ছিল, দোয়া ছিল। আর ভালো খেলতে হলে চাপকে জয় করে, খেলাকে উপভোগ করে পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। তোমাদের মধ্য থেকে ভালো ক্রিকেটার উঠে আসবে।’

ম্যাচের আগে চাপমুক্ত থাকার উপায় সম্পর্কে ইশরাক নামে উঠতি ক্রিকেটারের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘পরীক্ষার আগে যেমন প্রস্তুতি নিতে হয়, তেমনি খেলার আগেও নিতে হয়। যদি বই পড়া থাকে, তাহলে পরীক্ষার আগে টেনশন হওয়ার কথা নয়। তেমনি নিজেকে ভালোভাবে প্রস্তুত করলে ম্যাচের আগেও টেনশন হবে না।’

চট্টগ্রাম জেলা মহিলা দলের সাইমন আকতার দোলার প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘মেয়েরা এশিয়া কাপ জিতেছে। আমরা ছেলেরা পারিনি। স্বীকার করতে হবে মেয়েদের ক্রিকেট এখনো সেভাবে অগ্রাধিকার পাচ্ছে না। তবে আস্তে আস্তে সবকিছু উন্নত হচ্ছে।’ নবীন ক্রিকেটারদের উদ্দেশে সাকিবের পরামর্শ, ‘স্বপ্ন দেখতে হবে। স্বপ্নের পেছনে ছুটতে হবে। শচীন-কোহলির মতো ক্রিকেটার হতে হলে স্বপ্নের পেছনে ছুটতে হবে। পাশাপাশি স্বপ্নটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করে যাও।’

খুদে ক্রিকেটারদের উদ্দেশে না হয় পরামর্শ দেওয়া গেল। কিন্তু বাংলাদেশ দলের উদ্দেশে তাঁর কী বার্তা থাকবে? সাকিব নেই, নেই মাশরাফি-লিটন-সাইফউদ্দীন। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ তো হেরেছেই, এখন ধবলধোলাইয়ের শঙ্কা। এ দুঃসময়ে সাকিব আহ্বান জানাচ্ছেন বাংলাদেশ দলের পাশে থাকতে, ‘দুই ম্যাচ হেরেছে বলে সব শেষ, তা নয়। ক্রিকেটারদের পাশে থাকতে হবে। উৎসাহ দিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরই স্ত্রী ও সন্তান নিয়ে ইউরোপে সফরে গিয়েছিলেন সাকিব আল হাসান। দুদিন আগে দেশে ফিরেছেন তিনি

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles