9.3 C
New York
Friday, March 29, 2024

Buy now

চ্যাম্পিয়নস লিগ ড্র: মৃত্যুকূপে বার্সা-রিয়াল

বুহস্পতিবার রাতে ফ্রান্সের রাজধানী মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩২ দলকে নিয়ে সাজানো ৮টি গ্রুপের মধ্যে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা রয়েছে ‘এফ’ গ্রুপে। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলান ও স্লাভিয়া প্রাহা।

এদিকে স্বস্থিতে নেই আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াদ মাদ্রিদ। গ্রুপ ‘এ’ তাদের প্রতিপক্ষ পিএসজি, ক্লাব ব্রুজ ও গ্যালাতাসারায়।গ্রুপ ‘ডি’ জুভেন্তাসের গ্রুপে এবারো অ্যাটলেটিকো মাদ্রিদ। রোনালদোদের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে বেয়ার লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো।

তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ইংলিশ তিন ক্লাব লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগের ৮ গ্রুপে থাকা ৩২টি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে তারা। গ্রুপের লড়াই শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল যাবে দ্বিতীয় পর্বে। এ বছর গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৭ সেপ্টেম্বর। ফাইনাল হবে আগামী বছর ৩০ মে, ইস্তাম্বুলে।

নিচে ৩২ দলের ৮টি গ্রুপ দেওয়া হলো:

  • গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গালাতাসারাই
  • গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড।
  • গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, দিনামো জাগরেভ, আতালান্তা।
  • গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোতিভ মস্কো।
  • গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্ক, হেঙ্ক।
  • গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বুরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা।
  • গ্রুপ ‘জি’: জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিওঁ, লাইপজিগ।
  • গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া, লিল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles