11.4 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে ও বাংলাদেশ দলের যত পরিসংখ্যান

শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬.০০ টার সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে। এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চাইবে সাকিব বাহিনী।

তিন ফরম্যাটের মধ্যে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স সবচাইতে খারাপ। র‍্যাংকিংয়ে টাইগাররা এখন ১০ নাম্বারে, জিম্বাবুয়ে ১৪। তবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই তারা। কারণ মুশফিক-সাব্বিরকে নিয়ে গড়া বিবিসি একাদশকে খুব সহজেই প্রস্তুতি ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়ে। তাই আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে তারা।

তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়ের ব্যবধান মাত্র ১টি ম্যাচ। দল দুটি নয়বারের দেখায় পাঁচবার জিতেছে বাংলাদেশ। চারবার জয় পায় জিম্বাবুয়ে।

২০০৬ সালে প্রথম টি-২০ ফরম্যাটে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। দেশের মাটিতে এক ম্যাচের ঐ সিরিজটি জিতে নেয় বাংলাদেশ। এরপর ২০১৩ সালে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের সিরিজ খেলতে গিয়ে ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

২০১৫ সালে দ্বিতীয়বারের মত বাংলাদেশের মাটিতে টি-২০ সিরিজ খেলে জিম্বাবুয়ে। দুই ম্যাচের ঐ সিরিজটিও ১-১ সমতায় শেষ হয়। পরের বছর আবারো বাংলাদেশে এসে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে জিম্বাবুয়ে।

তবে সীমিত পরিসরে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়েছে, সবগুলোই ছিল ওয়ানডে। সেই সুখস্মৃতি আজ অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে টাইগার শিবিরে। যদিও জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজা জানিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট বলেই আজকের ম্যাচে তাদের জয় পাওয়ার সম্ভবনা উজ্জ্বল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles