10.2 C
New York
Thursday, April 18, 2024

Buy now

জুলাইয়ে শ্রীলঙ্কা সফর নিয়ে বিসিবির সংশয়

বিশ্বকাপ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় গীর্জা হামলায় ১৮৯ জনের প্রাণহানি হওয়ার তিন মাস না পেরোতেই শ্রীলঙ্কা সফর নিয়ে অনেক সংশয়ে ও সজাগ বিসিবি। তাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য চার সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠানো হয়েছে।

বিসিবির অনুরোধে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর চার নিরাপত্তা বিশেষজ্ঞকে পাঠিয়েছে সরকার। ২৬ জুন শ্রীলঙ্কায় গেছেন তারা। বাংলাদেশ দলকে কি ধরণের নিরাপত্তা প্রদান করা হবে, তাতে কোনো ঝুঁকি আছে কিনা এসব পর্যবেক্ষণ করে আগামী ২৯ জুন দেশে ফিরে প্রতিবেদনে দিবেন চার সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞ দল।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ টিম যে মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে মসজিদে ক্রিকেটাররা পৌঁছানোর আগেই এক বন্দুকধারীর হামলায় ৫১ জনের প্রাণহানি হয়। সেদিন বাংলাদেশ টিমের সাথে ছিলো না কোনো নিরাপত্তা কর্মী। তামিম-মুশফিক-মিরাজরা অল্পের জন্য প্রাণে বেঁচে টিম হোটেলে ফেরেন। আর তখন থেকেই যে কোনো ট্যুরের আগে নিরাপত্তা নিয়ে অনেক সজাগ হয়েছে বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন বাংলাদেশ টিমের শ্রীলঙ্কা সফর না পেছানোর জন্য অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ভিআইপি নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিতের আশ্বাস দিয়েছে দেশটির ক্রিকেট সংস্থা। তিনি আরো বলেন, আমরা আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞদের প্রতিবেদনের অপেক্ষায় আছি। তাদের প্রতিবেদন পাওয়ার পর আমরা সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনায় বসব এবং তাদের পরামর্শ চাইব।

সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের ২৫, ২৭ ও ২৯ তারিখে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles