10.2 C
New York
Thursday, April 18, 2024

Buy now

টেস্ট থেকে অনিদিষ্টকালের বিরতি পাকিস্তানী ক্রিকেটারের

বিশ্বকাপের পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের ২৭ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির।। এবার তার দেখানো পথটাই অনুসরণ করলেন আরেক পেসার ওহাব রিয়াজ। তিনি এখনই অবসর না নিলেও অনিদিষ্টকালের জন্য লাল বলের থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার থেকে পাকিস্তান ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে পাঞ্জাব সাউদার্ন ফাস্ট ইলেভেন দল ৩৪ বছর বয়সী ওহাবের খেলার কথা ছিলো। তবে আসর শুরু হওয়ার একদিন আগেই তিনি বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কারণ হিসেবে ৫০ ও ২০ ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।

বিরতি চাওয়ার বিষয়ে ওহাব বলেছেন, ‘লাল বলের ক্রিকেটে আমার গেল কয়েক বছরের পারফরম্যান্স পর্যালোচনা করে এবং সামনের সীমিত ওভারের ক্রিকেটের বিষয়টি মাথায় রেখে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিন্ধান্ত নিয়েছি। পিসিবি চেষ্টা করছে লাল বলের ক্রিকেটে আমাকে সম্পৃক্ত রাখার। কিন্তু আজ আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমার বিষয়টি বোঝার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

২০১০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ওহাবের। এরপর থেকে এখনও পর্যন্ত ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০১৮ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র ১টি টেস্ট ও ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বাঁহাতি এ পেসার।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles