5.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

তামিমের সেঞ্চুরিতে যত রেকর্ড

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার হয়ে অসাধারণ এক শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। আর তাতেই তামিমের এই ১১১ রানের অপরাজিত ইনিংস গড়েছে একগাদা রেকর্ড।

বিপিএলের শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন তামিম। ১ম দুই ম্যাচে হাঁকান অর্ধশতক। তারপর ৫ম ম্যাচে এসে পেলেন শতকের দেখা। তামিমের এই শতক বিপিএলে তার ২য় ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪র্থ।

একনজরে দেখে নেওয়া যাক, তামিমের এই ইনিংস কী কী রেকর্ড গড়েছে।

বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি শতক: টি-টোয়েন্টিতে তামিমের মোট শতক এখন ৪টি, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে সর্বোচ্চ।

বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি: এভিন লুইসের সাথে যৌথভাবে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২টি শতক এখন তামিমের। সর্বোচ্চ ৫টি শতকের মালিক ক্রিস গেইল।

বিপিএলে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি: ২য় বারের মত বিপিএলে এক ম্যাচে দেখা গেল জোড়া সেঞ্চুরি। এর আগে একই ম্যাচে শতক ছিল অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর। এবার একই ম্যাচে শতক হাঁকালেন লেন্ডল সিমন্স ও তামিম ইকবাল।

পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি বল মোকাবেলা: তামিম এই ম্যাচে পাওয়ারপ্লেতে একাই খেলেছেন ৩০ বল। বিপিএলে যা সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ, তবে যৌথভাবে। চন্দরপল হেমরাজও পাওয়ারপ্লেতে ৩০ বল খেলেছিলেন।

বিপিএলে ১ ইনিংসে সর্বোচ্চ ৪: বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ৪ হাঁকানোর রেকর্ড গড়েছেন তামিম। এই ম্যাচে তিনি ৪ হাঁকিয়েছেন ১৭টি।

বিপিএলে বাউন্ডারি থেকে ৪র্থ সর্বোচ্চ রান: তামিম এই ম্যাচে বাউন্ডারি থেকে নিয়েছেন ৯২ রান, যা বিপিএলে বাউন্ডারি থেকে রান নেওয়ার দিক থেকে ৪র্থ সর্বোচ্চ।

দ্বিতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি: তামিমের সাথে মোহাম্মদ শাহজাদের ১৭৩ রানের জুটিটি বিপিএলে ২য় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles