8.3 C
New York
Friday, April 19, 2024

Buy now

দেখে নিন পরিসংখ্যানে কোন দল এগিয়ে?

আজ বিশ্বকাপের ২৫ তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বকাপের সেরা দুই দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডের প্রধান শহর বার্মিংহামে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। ম্যাচটি গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।

আসুন দেখে নিই নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যান:

  • ওডিআই ক্রিকেটে এখন পর্যন্ত ৭০ বার মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার জয় পেয়েছে ৪১ টি ম্যাচে বিপরীতে নিউজিল্যান্ডের মাত্র ২৪ জয়। ফলাফল শুন্য হয়েছে ৫ টি ম্যাচ।
  • তবে বিশ্বকাপে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। ৭ বারের দেখায় প্রোটিয়ারা যেখানে ২ বার ম্যাচ বাঁচাতে পেরেছে সেখানে ৫ বার জয় ছিনিয়ে নিয়েছে কিউইরা।
  • দলীয় সর্বোচ্চ
    নিউজিল্যান্ড : ২৯৯/৬, অকল্যান্ড, ২০১৫
    দক্ষিণ আফ্রিকা : ৩২৪/৪, সেঞ্চুরিয়ন, ২০০০
  • দলীয় সর্বনিম্ন
    নিউজিল্যান্ড : ১১২/১০, ওয়েলিংটন, ২০১৭
    দক্ষিণ আফ্রিকা : ১০৮/১০, মুম্বাই, ২০১৬
  • সর্বোচ্চ রান
    স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড)- ১২৮০ রান
    জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ১৪৪৯ রান
  • সেরা ইনিংস
    মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ১৮০* রান
    ডেভিড কালাহান (দক্ষিণ আফ্রিকা)- ১৬৯* রান
  • সর্বোচ্চ উইকেট
    ক্রিস কেয়ার্নস (নিউজিল্যান্ড)- ৩৩ উইকেট
    শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৪৮ উইকেট
  • সেরা বোলিং
    কাইল মিলস (নিউজিল্যান্ড)- ৫/২৫
    মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা)- ৫/৩১

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles