7.2 C
New York
Friday, April 19, 2024

Buy now

দেখে নিন বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই চলতি বছরের আগামী ১৭ অক্টোবর থেকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে ১৬ টি দেশ।

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড-

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।
স্ট্যান্ডবাই: রুবেল ও বিপ্লব

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত ও ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
রিজার্ভ: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, দীপক চাহার

ইংল্যান্ডের দল : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও টাইমাল মিলস।
রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন, জেমন ভিন্স।

দক্ষিণ আফ্রিকার দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, হেনরি ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ার মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনরিক নর্তজে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডাসেন।
রিজার্ভ: জর্জ লিন্ডে, অ্যান্ডি ফেহলুকায়ো, লিজাড উইলিয়ামস।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, শোয়েব মাকসুদ, আজম খান (উইকেটরক্ষক), খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন।
রিজার্ভ: উসমান কাদার, শাহনেওয়াজ ধানি ও ফখর জামান।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।
রিজার্ভ: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ড দল: ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে।

ওয়েস্ট ইন্ডিজ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

আফগানিস্তান দল: রশিদ খান, মোহাম্মদ শাহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, গুলাবদিন নাইব, নাভিন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাশমতউল্লাহ শহিদি, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ। (পরবর্তীতে ৩ জন কমানো হবে)
রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমাদ।

ওমান দল: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররাম খান।

শ্রীলঙ্কার দল : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
রিজার্ভ: নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

আয়ারল্যান্ডের দল: অ্যান্ড্রু বিলিবার্নি (অধিনায়ক), মার্ক আদির, কার্টিস চাম্ফার, গ্রেথ ডিলানি, জর্জ ডকরেল, শেন গেটকাট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককারথি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টারলিং, হ্যারি হেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

নেদারল্যান্ডস দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারমান, ফিলিপি বইসেভেইন, বাস ডি লিডি, পল ভ্যান মিকিরিন, বেন কুপার, মাক্স ও’ডাউড, সক্ট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গুগটেন, রোলফ ভ্যান ডার মারউয়ি, ব্রান্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, স্টিফেন মাইব্রুগ।
রিজার্ভ: তবিস ভিসে, শেন স্নেটার।

পাপুয়া নিউগিনি দল: আসাদ ভালা (অধিনায়ক), চার্সস আমিনি লেগা সিকা, নরমান ভানুয়া, নসাইনা পকানা, কিপলিং দরিগা, টনি উরা, গাউদি টুকা, সেসে বাউ, ডমিয়েন রাভুম কাবুয়া ভাজি মরেয়া, সুমন আতাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।

স্কটল্যান্ড দল: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেট-কিপার) , জশ ড্যাভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রেইভস, ওলি হ্যারিস, মিচেল লিস্ক, কালুম ম্যাকলিওড, জর্জ মুনসে, সায়ইয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেট-কিপার), মার্ক ওয়াট, ব্রেড হোয়েল।

নামিবিয়া দল: গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিচাউ ডু প্রিজ, জান ফ্রিলিংক, জেন গ্রিন, নিকোল লফি-এটন, বার্নার্ড শোল্টজ, বেন শিকোঙ্গো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড উইস, ক্রেইগ উইলিয়ামস, পিকি ইয়া ফ্রান্স।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles