12.4 C
New York
Saturday, April 20, 2024

Buy now

নতুন বছর নতুন ভাবে শুরু করতে চান রোনালদো

পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরেকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিদায়ী বছরে ৪৭ গোল করলেও, বছরকে টার্নিং পয়েন্ট বানাতে চান তিনি।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে প্রায় এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে জিতেছেন দুই শিরোপা, হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। তবু নিজের আগের ক্লাবে ফেরাকেই বছরের সবচেয়ে আনন্দের মুহূর্ত বলেছেন রোনালদো।

নিজের ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘২০২১ শেষ হয়ে গেলো। যদিও আমি সব প্রতিযোগিতা মিলে ৪৭টি গোল করেছি, তবু এটি মোটেও সহজ কোনো বছর ছিল না।’

‘দুইটি ভিন্ন ক্লাব, পাঁচজন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে একটি ইউরোর মূল পর্বে খেলেছি, একটি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২২ সালের জন্য ঝুলে আছে।’

‘জুভেন্টাসে আমি ইতালিয়ান কাপ ও ইতালিয়ান সুপার কাপ জিততে পেরে গর্বিত। পাশাপাশি সিরি এ’তে সর্বোচ্চ গোলদাতা হয়েও আনন্দিত। পর্তুগালের হয়ে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হওয়া অবশ্যই এ বছরের সেরা মুহূর্ত।’

‘সবশেষে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের সুন্দরতম ঘটনার একটি। তবে ইউনাইটেডে আমরা যা অর্জন করছি এখন, তাতে মোটেও খুশি নই। আমাদের কেউই খুশি নয়। আমরা জানি যে, এখন যা খেলছি তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে।’

‘নতুন বছরটিকে এই মৌসুমের টার্নিং পয়েন্ট করা হোক। আরও বেশি স্পৃহা ও শক্ত মানসিকতা দিয়ে আলিঙ্গন করি ২০২২ সালকে। আশা করি এটি আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। চলুন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাই যেখানে এর সত্যিকারের অবস্থান। আমাদের সঙ্গে থাকুন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles