5.8 C
New York
Friday, March 29, 2024

Buy now

নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন বার্সা তারকা

নারী সহকর্মীদের বার্তা দিয়ে চাকরি হারালেন বার্সেলোনার তারকা, নেদারল্যান্ডসের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও কার্যকর উইঙ্গার মার্ক ওভারমার্স।

মাঠের চেয়ে ফুটবল পরিচালক হিসেবে যথেষ্ট সফল মার্ক ওভারমার্স। প্রায় এক দশক ধরে আয়াক্সের ফুটবল পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে এবার তিনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন।

নারী সহকর্মীদের উত্তেজক বার্তা পাঠানোর দায় স্বীকার করে আয়াক্সের ফুটবল পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওভারমার্স।

আয়াক্স জানিয়েছে, ক্লাবের প্রধান নির্বাহী, আয়াক্স-জুভেন্টাস-ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার এডউইন ফন ডার সারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন ওভারমার্স।

এমন ঘটনায় অনুতপ্ত ওভারমার্স এক বিবৃতিতে বলেছেন, আমি লজ্জিত। আমি তখন বুঝিনি যে কাজটা করে সীমা লঙ্ঘন করছি। কিন্তু এখন আমি সেটা বুঝতে পেরেছি। ফলে হঠাৎই নিজের ওপর বিশাল চাপ অনুভব করছি। আমি ক্ষমা চাইছি। আমি যে পদে দায়িত্বরত, নিঃসন্দেহে সে পদে আসীন কারো জন্য এমন ব্যবহার গ্রহণযোগ্য নয়। আমার ব্যক্তিগত জীবনেও ব্যাপারটা অনেক বড় প্রভাব ফেলেছে।

আয়াক্সের বোর্ড সভাপতি লিন মেইয়ার্দে বলেন, সংশ্লিষ্ট সবার কাছেই ঘটনাটা বেশ নাটকীয়। যেসব নারী ওভারমার্সের অসদাচরণের শিকার হয়েছেন, তাদের কাছে ব্যাপারটা ভয়াবহ ছিল। আমরা যখনই খবরটা শুনেছি, তখনই সতর্কভাবে পদক্ষেপ নিয়েছি। মার্ক হয়তো আমাদের ইতিহাসেরই সেরা ফুটবল ডিরেক্টর ছিল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles