11.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের প্রয়োজন ৪০

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে স্বাগতিক কিউইদের মুখোমুখি হয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার পেসারদের তোপের মুখে পড়ে কিউইরা।

তাদের নিজেদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৬৯ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পেয়েছিল ১৩০ রানের। ফলে জয় পেতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ৪০ রানের।

ক্যারিয়ারের ১১১তম টেস্ট খেলতে নামা ৩৭ বছর বয়সী টেলরের অভিজ্ঞতায় তাকিয়ে ছিল নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে কিউইরা।

১৭ রানে এগিয়ে থেকে আজ পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নামেন টেলর ও রাচিন রবীন্দ্র। এ দুজনই নিউজিল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটিং জুটি। আজ সকালের সেশনে দ্বিতীয় ওভারে দারুণ এক ডেলিভারিতে টেলরকে বোল্ড আউট করেন ইবাদত।

এক নজরে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (ওভার ১০৮.১) (কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৫৮/১০ (ওভার ১৭৬.২) (জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, লিটন ৮৬, ইয়াসির ২৬, মিরাজ ৪৭; ওয়েগনার ৩/১০১, বোল্ট ৪/৮৫)

নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৬৯/১০ ( ওভার) (লাথাম ১৪, ইয়ং ৬৯, কনওয়ে ১৩, টেলর ৪০, নিকোলস ০, ব্লান্ডেল ০, রবীন্দ্র ১৬; তাসকিন ৩/৩৬, এবাদত ৬/৪৬)

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles