12.4 C
New York
Saturday, April 20, 2024

Buy now

পরিসংখ্যানে ক্যারিবিয়ানদের চেয়ে এগিয়ে ইংলিশরাই

আজ দুইবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে একবারও বিশ্বকাপের শিরোপা না জেতা ইংল্যান্ড। শেষবার গত ফেব্রুয়ারি-মার্চে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। বহু রেকর্ড গড়া ৫ ম্যাচের সে সিরিজ শেষ হয়েছিল ২-২ সমতায়। উইন্ডিজের বিপক্ষে যেমন সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ে ইংলিশরা তেমনি ওডিআইতে মুখোমুখি লড়াইয়ে এই দু’দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছিল এই সিরিজেই।

আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় উইন্ডিজের চেয়ে ঢের এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ ২০ বারের দেখায় ১৫ বারই জয় ছিনিয়ে নিয়েছে ইংলিশরা। আর ১৯৭৯ বিশ্বকাপের পর কখনোই ইংলিশদের বিপক্ষে বিশ্বকাপে জয়ের দেখা পায়নি ক্যারিবিয়ানরা।

দেখে নিন দু’দলের পরিসংখ্যান:

  • ওয়ান ক্রিকেটে ১০১ বার মুখোমুখি হয়ে ইংল্যান্ড জয়ের স্বাদ পেয়েছে ৫১ ম্যাচে আর উইন্ডিজ ৪৪ ম্যাচে। বাকি ৬ টি ম্যাচে কোনো ফরাফল আসেনি।
  • বিশ্বকাপে ৬ বারের মুখোমুখি দেখায় ৫ বারই শেষ হাসি হাঁসে ইংলিশরা। বাকি একবার মাত্র জয়ের দেখা পায় ক্যারিবিয়ানরা।
  • সর্বোচ্চ সংগ্রহ
    ইংল্যান্ড : ৪১৮/৬, সেন্ট জর্জেস, ২০১৯
    ওয়েস্ট ইন্ডিজ : ৩৮৯/১০, সেন্ট জর্জেস, ২০১৯
  • সর্বনিম্ন সংগ্রহ
    ইংল্যান্ড : ১১৩/১০, গ্রস আইটলেস, ২০১৯
    ওয়েস্ট ইন্ডিজ : ১২৭/১০, কিংস টাউন, ১৯৮১
  • সর্বোচ্চ রান
    গ্রাহাম গুচ (ইংল্যান্ড)- ৮৮১ রান
    ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১৬১৯ রান
  • সেরা ইনিংস
    এভিন লুইস (ইংল্যান্ড)- ১৭৬* রান
    ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)- ১৮৯* রান
  • সর্বোচ্চ উইকেট
    জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৩২ উইকেট
    ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪১ উইকেট
  • সেরা বোলিং
    অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড)- ৫/১৯
    কলিন ক্রফট (ওয়েস্ট ইন্ডিজ)- ৬/১৫

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles