18.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

পরিসংখ্যানে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে!

২০ বছর পর আবারো ইংল্যান্ডের মাটিতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। সেবার নর্দাম্পটনে, এবার লর্ডসে। ভারতের কাছে হেরে বাংলাদেশের সেমির স্বপ্ন শেষ হয়ে গেলেও বলা যেতে পারে নিয়ম রক্ষার ম্যাচে আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ গত দুই বিশ্বকাপে ৩টি করে জয়ের দেখা পেয়েছে। এবারেও তাই। আজ পাকিস্তানকে হারিয়ে এক বিশ্বকাপে নিজেদের জয়ের সংখ্যা বাড়িয়ে ম্যাচটিকে স্বরণীয় করে রাখতে চাইবে টাইগাররা।

বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে ইংল্যান্ডের লর্ডসে ম্যাচটি শুরু হবে। জিটিভি, বিটিভি, মাছরাঙা টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

ওয়ানডে ক্রিকেটে দু’দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। শেষ ৫ বারের দেখায় পাকিস্তান বাংলাদেশের চেয়ে জোজন জোজন এগিয়ে আছে। শেষ ৫ লড়াইয়ে বাংলাদেশের জয় চারটিতে আর পাকিস্তানের মাত্র একটিতে। এমনকি শেষ চারটিই জিতেছে বাংলাদেশ।

২০১৫ সালে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। আর গত বছর এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলেছিল টাইগাররা।

আসুন দেখে নিই বাংলাদেশ-পাকিস্তান পরিসংখ্যান

  • আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় বাংলাদেশ পাকিদের চেয়ে অনেকটাই পিছিয়ে। এখন পর্যন্ত ৩৬ বার মুখোমুখি হয়ে ৩১ বারই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। পক্ষান্তরে বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে।
  • বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য শতভাগ। বিশ্বকাপে ১৯৯৯ সালে নর্দাম্পটনে একবারই মুখোমুখি হয়েছিল দু’দল। পাকিস্তানকে হারিয়ে সেবার বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
  • ম্যাচ : ৩৬
    বাংলাদেশের জয় : ৫টি
    পাকিস্তানের জয় : ৩১টি
  • সর্বোচ্চ দলীয় স্কোর
    বাংলাদেশ : ৩২৯/৬, ২০১৫, ঢাকা
    পাকিস্তান : ৩৫৮/৭, ২০১০, ডাম্বুলা
  • সর্বনিম্ন দলীয় স্কোর
    বাংলাদেশ : ৮৭, ২০০০, ঢাকা
    পাকিস্তান : ১৬১, ১৯৯৯, নর্দাম্পটন
  • সবচেয়ে বড় জয়
    বাংলাদেশ : ৭৯ রানে এবং ৮ উইকেটে
    পাকিস্তান : ২৩৩ রানে এবং ১০ উইকেটে
  • সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত)
    বাংলাদেশ : তামিম ইকবাল ৬৭৬ রান।
    পাকিস্তান : মোহাম্মদ ইউসুফ ৮৯৩ রান।
  • সর্বোচ্চ ইনিংস
    বাংলাদেশ : তামিম ইকবাল ১৩২
    পাকিস্তান : সালমান বাট ১৩৬
  • সবচেয়ে বেশি উইকেট
    বাংলাদেশ : সাকিব আল হাসান ২১ উইকেট
    পাকিস্তান : শহিদ আফ্রিদি ৩২ উইকেট
  • সেরা বোলিং
    বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান ৪/৪৩
    পাকিস্তান : আবদুল রাজ্জাক ৬/৩৫

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles