11.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

পূর্ববর্তী ১১টি বিশ্বকাপ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

চলতি বিশ্বকাপে রাজত্ব করছেন ব্যাটসম্যানরা। আফগানিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া বাকি আট দলের ব্যাটসম্যানদের কেউ না কেউ সেঞ্চুরির দেখা পেয়েছেন। যার ধারারাহিকতায় প্রতি ম্যাচেই গড়ে তিনশোর অধিক রান হচ্ছে প্রতি ম্যাচে।

এবাররে বিশ্বকাপে সর্বোচ্চ রান তোলার নিরিখে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আসরে সাত ম্যাচ খেলে তিনি দুই সেঞ্চুরি ও তিন অর্ধশতক হাঁকিয়েছেন। ওয়ার্নারের চেয়ে চার রান কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দলের অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ছয় ম্যাচে ৪৭৬ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে বিশ্বকাপ মানেই আলাদা উত্তেজনা। চার বছর পর পর যেহেতু বিশ্বকাপ মাঠে গড়ায় তাই এই আসরের যে কোনো রকমের পরিসংখ্যানই আলাদা হয়। চলুন আজ দেখে নিই পূর্বে বিশ্বকাপের ১১টি আসরে সেরা রান সংগ্রাহকদের তালিকা:

১৯৭৫ বিশ্বকাপ- ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের মাটিতে ৪ ম্যাচ খেলে সর্বাধিক ৩৩৩ রান হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের ডান হাতি ব্যাটসম্যান গ্লেন টার্নার৷ ওয়েস্ট ইন্ডিজের কাছে সেবার সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড৷

১৯৭৯ বিশ্বকাপ– ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান হাঁকান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রীনিজ৷ তাঁর ব্যাট থেকে এসেছিল ২৫৩ রান৷

১৯৮৩ বিশ্বকাপ- ইংল্যান্ডের হয়ে ৮৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছিলেন ডেভিড গাওয়ার৷ ইংল্যান্ডের বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৩৮৪ রান হাঁকিয়েছিলেন৷

১৯৮৭ বিশ্বকাপ- ইংল্যান্ডের হয়ে ১৯৮৭ বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বাধিক ৪৭১ রান হাঁকিয়েছিলেন গ্রাহাম গুচ৷

১৯৯২ বিশ্বকাপ- এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৪৫১ রান হাঁকিয়েছিলেন মার্টিন ক্রো৷

১৯৯৬ বিশ্বকাপ- ৫২৩ রান হাঁকিয়ে টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন শচীন রমেশ টেন্ডুলকার৷

১৯৯৯ বিশ্বকাপ- টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন রাহুল দ্রাবিড়৷ ব্যাট হাতে ৪৬১ রান হাঁকান দ্রাবিড়

২০০৩ বিশ্বকাপ- দক্ষিণ আফ্রিকার মাটিতে ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান হাঁকিয়েছিলেন শচীন রমেশ টেন্ডুলকার৷

২০০৭ বিশ্বকাপ- অস্ট্রেলিয়ার জার্সিতে টুর্নামেন্টের সর্বাধিক ৬৫৯ রান হাঁকিয়েছিলেন বাঁ-হাতি ক্রিকেটার ম্যাথু হেইডেন৷

২০১১ বিশ্বকাপ-টুর্নামেন্টে সর্বাধিক রান এসেছিল শ্রীলঙ্কার দিলশানের ব্যাট থেকে৷ টুর্নামেন্টে সমানে সমানে ৫০০ রান হাঁকিয়েছিলেন দিলশান৷

২০১৫ বিশ্বকাপ- টুর্নামেন্টের সর্বাধিক রান হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গুপটিল৷ ৫৪৭ রান হাঁকিয়েছিলেন কিউইদের ডানহাতি এই ওপেনার৷

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles