21.7 C
New York
Wednesday, April 17, 2024

Buy now

ম্লান হলো সৈকতের সাফল্য, শিরোপা গেল কুমিল্লার ঘরে

সুনীল নারিনের ঝড়ো শুরুর পরে মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতা ডিঙিয়ে মঈন আলীর সৌজন্যে ফরচুন বরিশালকে ১৫২ রানের টার্গেট ছুড়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মেগা ফাইনালের বাড়তি চাপ সামলে নবীন সৈকত আলী আর অভিজ্ঞ ক্রিস গেইলের ব্যাটিং দক্ষতার পরেও তীরে এসে তরী ডুবলো সাকিবের দলের। ১ রানের জয় তুলে নিয়ে তৃতীয় বারের ন্যায় শিরোপা উঁচিয়ে ধরলো ইমরুল কায়েস এন্ড কোং।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ওপেনার নারিন এক প্রান্ত আগলে চালাতে থাকেন তান্ডব, আর অন্য পাশে চলতে থাকে ব্যাটারদের আসা-যাওয়ার প্রতিযোগিতা। লিটন, জয়, ডু’প্লেসিস এবং কায়েস, চারজনই করেন হতাশ। নারিন ফেরেন সমসংখ্যক ৫ চার আর ৫ ছক্কায় ২৩ বলে ৫৭ রানে মেহেদী হাসান রানার বলে।

৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা কুমিল্লা শেষটায় মঈন আলীর ৩৮ এবং আবু হায়দার রনির ১৯ রানের সুবাদে দেড়শো রানের গন্ডি অতিক্রম করে। বরিশালের পক্ষে মুজিবুর রহমান এবং শফিকুল ইসলাম ২ টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য টপকাতে নেমে বিপিএলের এবারের হট কেক মুনিম শাহারিয়ার ফেরেন খালি হাতে। তবে তার সঙ্গী গেইল, সৈকত আলীকে নিয়ে ইনিংসের চাকা সচল রাখেন। উভয়ে মিলে যোগ করেন ৭৪ রান। ১১ চার আর ১ ছক্কায় ৩৪ বলে ৫৮ রানে ব্যাট করতে থাকা সৈকতকে আর ৩৩ রানে গেইলকে ফিরিয়ে বরিশালকে ম্যাচে ফেরান তানভীর ইসলাম এবং নারিন।

ব্যস এরপরই ম্যাচে আসে নাটকীয় মোড়। নুরুল, সাকিব, ব্রাভো, শান্তরা চাপ সামলে উঠতে পরাস্ত হোন। শেষমেশ তৌহিদ হৃদয়ের পক্ষে আর দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এতেকরে শিরোপা খুইয়ে বসতে হয় তাদের। বল হাতে নারিন আর তানভীর দেখা পান জোড়া সাফল্যের।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

টস : কুমিল্লা (ব্যাটিং)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৯ (২০ ওভার)
নারিন ৫৭, মঈন ৩৮, আবু হায়দার ১৯ ;
মুজিবুর ২৭/২, শফিকুল ৩১/২, সাকিব ৩০/১।

ফরচুন বরিশাল : ১৫০/৮ (২০ ওভার)
সৈকত ৫৮, গেইল ৩৩, নুরুল ১৪ ;
নারিন ১৫/২, তানভীর ২৫/২, শহিদুল ৩৬/১।

ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী।

বিডি স্পোর্টস নিউজ/বিপ্রতীপ দাস

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles