5.6 C
New York
Thursday, April 25, 2024

Buy now

১০ উইকেটই বাঁহাতের খেল, ইতিহাসের পাতায় টাইগাররা

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬১ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। সেই সাথে এক রেকর্ড গড়েছেন বাংলাদেশের ৪ বাঁহাতি বোলার নাসুম, সাকিব, মুস্তাফিজ ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন: লিটনের ব্যাটিং চোখের শান্তি: রিয়াদ

টাইগার এই চার বোলার মিলে নিয়েছেন আফগানিস্তানের ১০ উইকেট, যা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম।

এদিন আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে লিটন দাসের ৬০ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই নাসুম আহমেদের বোলিং তাণ্ডবে পড়ে আফগানরা। ফলে মাত্র ১৭ ওভার ৪ বলে ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা।

আরও পড়ুন: ভালো ছন্দে থাকলে যেকোনো ফরম্যাট সহজ: লিটন

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ মাত্র ১০ রান দিয়ে তার ৪ ওভারে নেন ৪ উইকেট। শরিফুল ইসলাম ২৯ রানে নেন ৩ উইকেট আর ১৮ রান দিয়ে ২ উইকেট নেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাকি উইকেটটি নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: কখনো ভাবিনি ১০০ টেস্ট ম্যাচ খেলব: কোহলি

আর এতেই ইতিহাসের খাতায় নাম উঠে যায় বাংলাদেশ ও আফগানিস্তানের এই ম্যাচের। যেখানে কিনা চার বাঁহাতি বোলার মিলে প্রতিপক্ষের সবগুলো উইকেট শিকার করেছে।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles