7.9 C
New York
Thursday, April 18, 2024

Buy now

বাংলাদেশের ভবিষ্যৎ কোচিং স্টাফের তালিকায় যাদের নাম জানা গেলো

বিসিবির সঙ্গে মতের অমিল হওয়ায় চুক্তির মেয়াদ থাকা সত্বেও বিদায় নিতে হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিভ রোডসকে। কাজে সন্তুষ্ট না হওয়ায় মেয়াদ বাড়েনি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন বোলিং কোচ সুনীল যোশিসহ ফিল্ডিং কোচ ও ফিজিওর সাথেও।

আগের কোচিং স্টাফ থেকে শুধু দলের সীমিত ওভারের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির থাকাটাই নিশ্চিত। যদিও নেইল ম্যাকেঞ্জিকে আবারো দেখা যাবে কি না সেটা নিশ্চিত নয়, আপাতত ছুটিতে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

সুতরাং ব্যাটিং কোচের পদটি ছাড়া বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশির ভাগ জায়গা এখন শূন্য। সেই জায়গা গুলোতে কোচ নিয়োগের তোড়জোর শুরু করেছে বিসিবি। চলুন জেনে নিই বাংলাদেশের পছন্দের কোচিং স্টাফের তালিকায় কারা আছেন।

প্রথমেই আসা যাক হেড কোচ প্রসঙ্গে। এই তালিকায় বাংলাদেশের পছন্দের তালিকায় আছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহ। বাংলাদেশি ও শ্রীলঙ্কান মিডিয়া তো এরই মধ্যে হাতুরুকে কোচ হিসেবে দেখতেই পাচ্ছেন, তাদের মতে সবকিছুই ঠিকঠাক শুধু ঘোষণাটাই বাঁকি। বুধবার সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, হাথুরু কোচ হওয়ার জন্য আবেদন করলে তিনিও একজন প্রার্থী হবেন।

এদিকে বাংলাদেশের কোচ হওয়ার তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি, শ্রীলঙ্কান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে ও সাবেক বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারেস্টেনের ব্যাপারে। তবে তিন জনই ভারতের কোচ হতে আগ্রহী, বিসিবি চায় যারা ভারতের কোচ হতে ব্যর্থ হবেন তারা আগ্রহ প্রকাশ করলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পেস বোলিং কোচ হওয়ার জন্য সরাসরি আবেদন না করলেও বিসিবির সাথে যোগাযোগ করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড, সাবেক পাকিস্তানি দুই পেসার আকিব জাভেদ ও ওয়াকার ইউনুসের এজেন্টরা, আকিব জাভেদ আগেও বিসিবির অধীনে কাজ করেছেন।

এছাড়া আছে সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাস। মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন রয়েছে পেস বোলিং কোচ হিসেবে তার নিয়োগ পাওয়ার। তবে বোলিং কোচ কে হচ্ছেন সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে ২৭ জুলাই।
এদিকে স্পিন বোলিং কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরি, আর কেউই এই পদের জন্য আবেদন করেননি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান কাল ধানমন্ডিতে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘২৭ তারিখে নতুন কিছু বলতে পারব কি না নিশ্চিত নই। তবে প্রক্রিয়া চলছে। হেড কোচ, ফাস্ট বোলিং কোচ দেখছি, আবার ফিজিও আছে।’

একই সাথে এদিন তিনি বাংলাদেশের হেড কোচ কেমন হবে সেটি বিষয়েও ধারণা দিয়েছেন নাজমুল, ‘প্রথমত, জাতীয় দলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত, উপমহাদেশের কোনো দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও থাকতে হবে। বাকি বিষয়গুলো মোটামুটি সাধারণ বিষয়।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles