12.4 C
New York
Saturday, April 20, 2024

Buy now

বিমানবন্দরে যা বললেন মাহমুদউল্লাহ

শেষ টেস্ট বাতিল হওয়ায় শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পুরো দলের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিমান বন্দরে পৌঁছানোর পর সেখানেই মিডিয়ার মুখোমুখি হন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তিনি নিজেদেরকে খুব ভাগ্যবান বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘শুধু এতটুকু বলতে চাই, আমরা খুব ভাগ্যবান যে, এখন এখানে বসে আছি। আপনাদের সবার দোয়া, দেশবাসির দোয়া, বাবা-মা, পরিবার-পরিজন, আমরা আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছাতে পেরেছি।’

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এটা বর্ণনা করতে পারবো না যে, আমরা কিসের মধ্যে আছি এখন। আমরা কি দেখেছি, এটা আসলে বিশ্বাস করার মত না।’

নিউজিল্যান্ডের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুললেও মাহমুদউল্লাহ তার কথায় কোনো আক্ষেপ রাখলেন না। বরং ধন্যবাদ দিয়েছেন নিউজিল্যান্ড বোর্ডকে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিসিবিকেও। পাপন ভাইকে (নাজমুল হাসান)। ওনাদের সঙ্গে যখন কথা হলো তখন ওনারা বললেন আমাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনবেন।’

এরপর দেশবাসীর কাছে দোয়া চাইলেন মাহমুদউল্লাহ, ‘দেশবাসীর প্রতি বলব আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মানসিক অবস্থা থেকে বের হতে পারি।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles