9.2 C
New York
Saturday, April 20, 2024

Buy now

বিসিসিআইয়ের বিরুদ্ধে অবৈধ স্থাপনার অভিযোগ

অবৈধ স্থাপনার অভিযোগ উঠেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরের বিরুদ্ধে।বিসিসিআইকে পার পেতে হলে মোটা অঙ্কের জরিমানা পরিশোধ করতে হবে। নাহলে স্টেডিয়াম বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৭৫ সালে ভারতীয় ক্রিকেটের একজন পরিচালক ও রাজনীতিবিদ এসকে ওয়াংখেড়ে এই স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) নিজস্ব একটি ভেন্যু করার পরিকল্পনা থেকেই এই স্টেডিয়ামের জন্ম। উদ্যোগ নেয়া এসকে ওয়াংখেড়ের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।

৩৩০০০ মানুষ ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি যে স্থানে তৈরি সেই জায়গাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থেকে ৫০ বছরের জন্য ইজারা নিয়েছিল এমসিএ। সেই চুক্তি শেষ হয়ে যায় গতবছর ২০১৮ সালে। স্টেডিয়াম তৈরির জায়গায় আবার অবৈধভাবে একটি ভবন নির্মাণ করা হয়েছে। যেটি বিসিসিআইয়ের সদর দপ্তর।

পুনরায় ইজারা চুক্তি না করা, সঠিকভাবে খাজনা পরিশোধ না করা ও অবৈধভাবে পুনরায় সংস্কারের দায়ে অভিযুক্ত হয়েছে স্টেডিয়ামটি। এইজন্য ১২০ কোটি রুপি জরিমানা করা হয়েছে এমসিএকে। যদি তারা এই পরিমাণ অর্থ পরিশোধ করতে অপরাগ হন তবে স্টেডিয়ামটিই বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের সরকার।

এমসিএর প্রধান নির্বাহী সিএস নায়েক বলেছেন তিনি এই বিষয়ে অবগত ছিলেন না এবং এই নিয়ে কিছু বলতেও তিনি রাজি হননি। কতৃপক্ষ যদি পাওনা পরিশোধ করতে না পারে তাহলে বড় সমস্যাতেই পড়বে স্টেডিয়ামটি।

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা চলছে। সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানে নিয়মিত মাঠে গড়াচ্ছে আইপিএলের ম্যাচ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles