11.2 C
New York
Thursday, April 25, 2024

Buy now

#বয়কট বিসিবি’ সোশ্যাল সাইটে ক্রিকেটপ্রেমীদের প্রতিবাদ

টেস্টের নবাগত সদস্য আফগানিস্তানের কাছে পরাজয়ে দেশের ক্রিকেট প্রেমীদের নাড়িয়ে দিয়েছে। ১৯ বছর বছর ধেরে টেস্ট খেলা বাংলাদেশের দলের সঙ্গে সবেমাত্র তিন টেস্ট খেলা আফগানিস্তানের কাছে এমন অসহায় আত্বসমর্পন তারা মেনে নিতে পারছেন না।

সাকিবদের এই পরাজয়ের পেছনের বিসিবির দায় দেখছে ক্রিকেট প্রেমীরা। মানহীন ঘরোয়া ক্রিকেট, ও অদূরদর্শিতাসহ একাধিক অভিযোগ তুলে বিসিবি সভপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবি তুলেছে ক্রিকেটপ্রেমীদের অন্যতম বৃহৎ একটি প্ল্যাটফর্ম ‘ক্রিকেটখোর’ ফেসবুক গ্রুপটি।

মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনের পর ‘বয়কট বিসিবি’ হ্যাশট্যাগ আন্দোলন শুরু হয়। নীরব প্রতিবাদের অংশ হিসেবে আপাতত ক্রিকেটখোর গ্রুপের ওয়াল বন্ধ করা হয়েছে। যেখানে প্রতিদিন হাজারো ক্রিকেটপ্রেমী পোস্ট করতেন। তাদের বক্তব্য, ‘আমাদের সেই আবেগ নিয়ে ক্রিকেট নীতিনির্ধারকেরা খেলছেন, কি লাভ তাদের নিয়ে এই হাইপ তুলে?’

সাড়ে চার লাখের বেশি সদস্য সমৃদ্ধ ক্রিকেটখোর গ্রুপের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একইভাবে নীরব প্রতিবাদে সামিল হয়েছে বেশ কয়েকটি ফ্যান গ্রুপ। তাদের সবার বক্তব্য, ক্রিকেটপ্রেমীরা যেখান ক্রিকেটারদের নিয়ে বড় স্বপ্ন দেখছে, সেখানে বিসিবি ধ্বংস করছে ক্রিকেটকে!

ক্রিকেটখোর গ্রুপের এডমিন মাহবুব এলাহি লিখেছেন, ‘কাল সভাপতি সাহেব মুখদর্শন ও বাক্যবর্ষণ করলেন – শীতাতপনিয়ন্ত্রিত আরাম কক্ষে! তবে উনি কিন্তু বসেননি, দাঁড়িয়ে থেকে বলেছেন, দেশের ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা আর আন্তরিকতা থাকলে দাড়িয়ে দাঁড়িয়ে সভাপতি সাহেব কথা বলতে পারেন ; ভাবা যায়!’

‘দুঃখ লাগলো পুরো বাক্যবয় শেষে, যখন ঘরোয়া ক্রিকেট নিয়ে কোনো কথাই শুনলাম না, না উনার কাছে, না সাংবাদিকদের কাছে। সবাই মেতে আছে সাময়িক ইস্যু নিয়ে – বিপিএল আর হালনাগাদ আন্তর্জাতিক সিরিজ। আপনার ঘরের হাড়িতে চাল নাই, আপনি যাচ্ছেন সবজি উৎসব করতে, বেশ ভালো, বিচক্ষণ সিদ্ধান্ত।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles