11.4 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

অনন্য মাইলফলকের সামনে মাশরাফি

চলতি ঢাকা প্রিমিয়ার লীগের খেলায় বাংলাদেশ ক্রিকেটের গর্ব মাশরাফি বিন মর্তুজা একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। আর তা হলো ৪০০ উইকেটের মাইলফলক। আর মাত্র ১ টি উইকেট পেলেই মাশরাফি পৌঁছে যাবেন অন্য উচ্চতায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি পৌঁছে যাবেন ৪০০ উইকেটের মাইলফলকে।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে লিজেন্ড অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড।

এদিকে সবার আগে ৪০০ উইকেটের এই মাইলফলকে পৌঁছেছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিনার এই কীর্তি গড়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেই। ২৭২ ম্যাচে তার উইকেট এখন ৪০৪ টি। ২৬৯ তম ম্যাচে এই অনন্য মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট সংখ্যায় রাজ্জাকের পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৮৩ ম্যাচ থেকে মাশরাফির সংগ্রহ ৩৯৯ উইকেট।

চলতি ঢাকা লিগে সাতটি ম্যাচ খেলে তিনি আবাহনীর হয়ে পেয়েছেন ১০টি উইকেট। তবে, রাজ্জাক এগিয়েই থাকবেন মাশরাফির চেয়ে। কারণ মাইলফলক ছুঁতে মাশরাফির চেয়ে বেশ কয়েকটা ম্যাচ কম খেলেছেন আব্দুর রাজ্জাক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সেরা পাঁচ বোলারঃ

১. আব্দুর রাজ্জাক ২৭২ ম্যাচে থেকে ৪০৪ উইকেট।

২. মাশরাফি বিন মুর্তজা ২৮৩ ম্যাচে ৩৯৯ উইকেট।

৩. সাকিব আল হাসান ২৩৯ ম্যাচে ৩০৭ উইকেট।

৪. ফরহাদ রেজা ১৮৬ ম্যাচে ২৪১ উইকেট।

৫. রুবেল হোসেন ১৬৪ ম্যাচে ২৩৬ উইকেট।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles