12.6 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

মাঠে দর্শক ঢোকার বিষয়টি সমর্থন করেন না সাকিব

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের ১১তম ওভারে সাকিবের বোলিংয়ে সময় ঘটে অদ্ভুত এক ঘটনা। নিরপাত্তা বেষ্টনি ভেঙে ক্রিজের কাছে থাকা সাকিবকে হাঁটু গেড়ে ফুলের তোড়া উপহার দের তার এক ভক্ত। কিন্তু বিষয়টি সমর্থন করেন না টাইগার দলপতি।

জিন্স প্যান্ট ও নীল-হলুদ শার্ট পরা ওই তরুণ দৌড়ে আসেন সাকিবের কাছে। এরপর তাকে প্রথমে স্যালুট দেন এরপর হাঁটু গেড়ে দেন ফুলের তোড়া। আবদার করেন জড়িয়ে ধরতে। শুরুতে সাকিব মানা করলেও শেষ পর্যন্ত জড়িয়ে ধরে তাকে হাত দিয়ে ইশারা করেন মাঠের বাইরে যেতে। ফুলের তোড়া গ্রহণ করে তা দিয়ে দেন আম্পায়ার নাইজেল লংয়ের হাতে।

এই বিষয়টি আজ উঠে আসে সংবাদ সম্মেলেনেও। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠলে শুরুতে সাকিব হালকা রসিকতা করে বললেন, ‘সে যেভাবে ফুল বাড়িয়ে ধরলো, আমি তো ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে…(হাসি)।’

সাকিবের কথায় সংবাদ সম্মেলনের কক্ষে হাসির রোল উঠলেও কিছুক্ষণ পরেই অধিনায়কের মুখ থেকে বেরিয়ে এলো আসল কথা, ‘আমি চাই না এমন কিছু হোক। খেলার মাঠে এসব একদম না হওয়াই ভালো।’

তবে নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে খেলা চলাকালীল সময়ে মাঠে প্রবেশ করা এবারই প্রথম নয়। ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে মাশরাফিকে জড়িয়ে ধরেন এক দর্শক। এরপর ২০১৮ সালে সিলেটে উদ্বোধনী টেস্টে পরপর দুদিন দুই তরুণ মাঠে ঢুকে পড়েন। আজ ফের এমন ঘটনার পুনরাবৃত্তি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললো।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles