11.4 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

মুখে নকল দাড়ি লাগিয়ে বিতর্কে সাকিব

আইপিএলের দ্বাদশ আসরে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে পারফরম্যান্স ছাড়াও একাধিক কাজে সোশ্যাল মিডিয়ায় নাম আসে এই ক্রিকেট তারকার। তবে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে অনেক সমালোচনাও দেখা যায়।

ক্রিকেট মাঠে ব্যস্ত থাকার পাশাপশি ধর্মীয় অনুশাসনটাও যতটা পারেন মেনে চলার চেষ্টা করেন সাকিব। আজ শুক্রবার ‘জুমা মোবারক’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবিতে সাকিবকে দেখা যাচ্ছে লম্বা দাড়িতে। এই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় সাকিব।

২৩ এপ্রিল আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে হায়দরাবাদের একাদশে ছিলেন সাকিব। সেই ম্যাচে সাকিবকে দেখা গিয়েছিল ক্লিন সেভ মুখে। তবে আজ তার আপলোড করা ছবিতে দেখা গেছে মুখে লম্বা দাঁড়ি। এই বিষয়টি নিয়েই তার ভক্ত ও অনুরাগীরা পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন।

রাকিব আল হাসান নামে একজন লেখেন, ‘১৫ এপ্রিলে কেমন ছবি দিলেন, আজকে ২৬ এপ্রিলে এই ছবি! ক্যমনে ম্যান? টাকা দিয়ে দাড়িও বড় করা যায় নাকি।’

সোহেল রানা নামে একজন প্রশংসা করে লিখেন, ‘ভাই দাড়িতে অনেক অনেক সুন্দর লাগে। এবার দাড়ি রেখে দেন।’

আলোড়ন বিশ্বাস নামে একজন নকল দাড়ি উল্লেখ করে লিখেন, ‘প্রথমত এটা ফেক দাড়ি। কারণ তিনদিন আগের খেলাতেও আপনার দাড়ি ছিল না। ছবিটা জুম করলেই ফেক দাড়ি দেখা যায়…আর এই দাড়ি তে আপনাকে জঘন্য লাগছে আপনার জীবনের সব থেকে জঘন্য ছবি।’

কামরুল হাসান নামে একজন কড়া সমালোচনা করে লিখেন, ‘দাড়ি লাগাইয়া ফাইজলামি করা ঠিক হয় নাই, অরিজিনালি দাড়ি রাখেন পারলে। গত ২ দিন আগে আপনার আইপিএল খেলা দেখলাম দাড়ি নাই, আজকে দাড়ি লাগাইয়া জুম্মা মোবারক জানাইতেছেন লজ্জা লাগে আপনার অভিনয় দেখে।’

নাজমুল হাসান নামে একজন প্রশংসা করে লেখেন, ‘আহ। কি যে সুন্দর লাগছে।

তবে মোট কথা হলো-দাড়ি যদি কারও সৌন্দর্য নষ্ট কিংবা কমাতো তাহলে আল্লাহ পাক নবীজিকে (সা.) দাড়ি দিতেন না। আল্লাহ আমাদের সকলকে সুন্নত পালনের তৌফিক দান করুক।’

শরীফ খান জয় নামে একজন লেখেন, ‘এই সেই সাকিব যে পবিত্র উমরাহ/হজ্জ করে আসার পর খুব সুন্দরভাবে মুখে দাড়ি রেখেছিল। আর কিছুদিন পর তা কেটে এখন নকল দাড়ি লাগিয়ে পোস্ট দেই।’

নিজামুল বশির রাব্বি নামে একজন প্রশ্ন রেখে বলেন, ‘তিন দিন আগের খেলায় দেখলাম দাড়ি নাই আজ এত বড় দাড়ি আসলো কোথা থেকে।’

ইব্রাহিম খলিল দিপু প্রশংসা করে লেখেন, ‘সাকিব ভাই খুশি হলাম আপনার এমন পরিবর্তন দেখে। কিন্তু ভাবিকেও কি আপনার মত ইসলামি নিয়ম-কানুনের ভেতর নিয়ে আসা যায় না।’

মাহমুদুল হাসান শুভ নামে একজন আশ্চর্য প্রকাশ করে লিখেন, ‘কেমনে সম্ভব, শেষ আইপিএল ম্যাচে দেখলাম দাড়ি কত ছোট আর ২ দিনের ভেতর এত বড় হয়ে গেছে। সাকিব ভাই আপনার হরমোন এর পাওয়ার তো অনেক।’

শাহজালাল নিজামী নামে একজন লিখেন, ‘রিয়েল দাড়ি হলে বলব মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি ফেক হয়,তবে আমার মনে হয় উনি এটার মাধ্যমে ট্রাই করে দেখছেন যে মানুষ কীভাবে নিবে উনাকে, যদি একদিন উনি সত্যিই এভাবে রাখেন।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles