8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

রাজ্জাকের ফেরা সত্যিই একটা দৃষ্টান্ত


গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনরত অবস্থায় বাংলাদেশ টেস্ট দলের ১৬ সদস্যের স্কোয়াডের মধ্যে যেন একজনকেই খুঁজে ফিরছিল। তিনি আর কেউ নন, বাংলাদেশের একসময়ের কিংবদন্তি বামহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ড্রেসিংরুমে কিটব্যাগ রেখে যখন সিঁড়ি বেয়ে মাঠে ঢুকতে গেলেন, দৃশ্য ধারণে হুড়োহুড়ি পড়ে গেল ফটো-সাংবাদিকদের মাঝে! পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অভিনন্দনে সিক্ত হয়ে রাজ্জাক নিজেই বললেন, মিডিয়ার মুখোমুখি হওয়ার কথা।

রাজ্জাককে এমন আগ্রহের কারণ তার টেস্ট দলে ডাক পাওয়া।শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলে তার ঢুকে পড়া বিস্ময়ের জন্ম দিয়েছে সকলের মাঝে, এমনকি রাজ্জাকও অবাক।ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সের দিকে তাকালে অবশ্য অবাক হওয়ার কারণ নেই। কিন্তু বয়স ৩৫ পেরিয়ে আসা ক্রিকেটারকে চার বছরের বিরতির পর জাতীয় দলে ফিরিয়ে আনা উপমহাদেশের ক্রিকেট সংস্কৃতিতে বিরলই।

তাই রোববার যে ঘটনা হয়েছে তা অনেকটা বিস্ময়ের সঙ্গেই বর্ণনা করে বললেন যে,”আসলেই খুব অবাক হয়েছি। চিন্তাও করিনি, মাথায় ছিলই না। যখন জানতে পারলাম, বুঝতে পারছিলাম না কী হচ্ছে, ঠিক আছে কিনা সবকিছু। আকরাম ভাইয়ের (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান) সাথে কথা হয়েছিল, স্পষ্ট কিছু না। সজীব ফোন করেছিল (লজিস্টিক ম্যানেজার, বিসিবি)। আমার জন্য চট্টগ্রাম যাওয়ার টিকিট নিশ্চিত করে ফোন করেছে। তারপর নান্নু ভাইয়ের (মিনহাজুল আবেদিন, প্রধান নির্বাচক) ফোন পেয়ে পুরোপুরি নিশ্চিত হয়েছি। অনেক সময় আশা থাকে, কখনও অন্যরকমও হয়ে যায়।”

প্রথম শ্রেণির ক্রিকেটে কিছুদিন আগেই দেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলকে নাম লিখিয়েছেন রাজ্জাক।২০১৪ সালে সবশেষ টেস্ট খেলা রাজ্জাক অভিমান করে বলতেই পারেন, তাহলে এতদিন কেন ডাকা হয়নি। এই চার বছরে যে সাকিবের একজন বিকল্পও তৈরি করা যায়নি সেটি তো প্রমাণ করে তার এই অন্তর্ভুক্তিই। বাঁহাতি স্পিনার অবশ্য প্রসঙ্গটি এড়িয়েই গেলেন, ‘আগে-পরে নিয়ে আর ভাবতে চাই না। ভাগ্য যখন আপনাকে ডেকে নিয়ে আসবে, ঠিক তখনই ডাক পাবেন। এটা আগে-পরে বলে কথা না।’

তবে রাজ্জাক চান ফেরার ব্যাপারটা ইতিবাচক দৃষ্টান্ত হয়েই থাকুক দেশের ক্রিকেটে। তিনি বলেন, “আসলে আমার কাছে মনে হয় এটা এখন সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। কখনোই শেষ না। অনেক সময় তরুণ ক্রিকেটারদের ভাবনায় থাকে আর হবে না, কিংবা হচ্ছে না বা এরকম কিছু। আমার মনে হয় কারো এরকম ভাবা উচিত নয়। ভাল খেলতে থাকলে একটা না একটা সময় দলের প্রয়োজন হবেই। সুযোগের অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা কত দিনের সেটা চিন্তা করা কঠিন। আমার জন্য ৯৫ শতাংশ মানুষই হয়ত ধরে নিয়েছিল ওকে দিয়ে হবে না। কিন্তু আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, আমি খেলব।”

তিনি আরো বলেন, “স্বাভাবিকভাবে আমার পরিকল্পনা যেভাবে সাজাই, এখানেও সেভাবেই চলবে। আলাদা কিছু করার ইচ্ছে নেই। আমার যেটা রোল হবে, সেটা যেন ভালভাবে করতে পারি। সেটাই চাইবো। আমার যেটা ফ্রন্ট পয়েন্ট আছে, সেটা ভালভাবে করতে চাইবো।”

আশা করা যে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে আব্দুর রাজ্জাককে দলে ফেরানোর সিদ্ধান্ত মোটামুটি ঠিকই বলা যেতে পারে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles