7.6 C
New York
Friday, April 19, 2024

Buy now

রাতে উদ্ধোধনী চেন্নাই-বেঙ্গালুরুর লড়াই, পরিসংখ্যান

রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের উদ্ধোধনী ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুুরু। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান ও টু।

আইপিএল আসর শুরুর আগেই সিএসকে হারিয়ে আফ্রিকান পেসার লুঙ্গি এনদিগিকে। তা সত্বেও রায়না, ওয়ানটসন, ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনারসহ বেশ ব্যালেন্স দল সিএসকে। অন্যদিকে আরসিসি শিবিরে ইনজুরি সমস্যা না থাকলেও দলটি বরাবরের মতো এবারো বেশ শক্তিশালী।

আইপিএলের মঞ্চে সিএসকে ও বেঙ্গালুরুর মুখোমুখি সাক্ষাৎ হয়েছে ২৩ বার। যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির দল জিতেছে ১৫টি ম্যাচ। বিররিতে বিরাট কোহলির দল জিতেছে মাত্র সাত ম্যাচে। একটি ম্যাচে ফলাফল হয়নি। শেষ ৫ সাক্ষাৎ- প্রত্যেকটিতেই সিএসকে জয়ী।

গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে আজ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।আইপিএলে অধিনায়ক বিরাটের থেকে অনেকটাই এগিয়ে ধোনি। তাঁর অধিনায়কত্বে তিনবার ট্রফি জিতে নিয়েছে চেন্নাই। কিন্তু বিরাটের দলের কাছে এখনও অধরা সেই ট্রফি। সিএসকের প্রথম দিন থেকেই অধিনায়ক ধো‌নি। কোহলি বেঙ্গালুরুর অধিনায়কত্ব পেয়েছেন ২০১৩ সালে।

ধোনি আইপিএলে ১৭৫টি ম্যাচ খেলেছেন। করেছেন ৪০১৬ রান। গড় ৪০.১৬। সর্বোচ্চ রান ৭৯। সঙ্গে রয়েছে ২০টি অর্ধশতরান।

কোহলি খেলেছেন ১৬৩টি ম্যাচ। তাঁর রান ৪৯৪৮। গড় ৩৮.৩৫। আরসিবি অধিনায়কের ঝুলিতে রয়েছে চারটি শতরান এবং ৩৪টি অর্ধশতরান।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles