10 C
New York
Wednesday, April 24, 2024

Buy now

রাতে শিরোপার লড়ায়ে চেন্নাই-মুম্বাই

রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বাদশ আইপিএলের শিরোপার লড়ইায়ে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। ফাইনাল ম্যাচটি হবে রাত ৮টা থেকে। ফাইনাল ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

চলতি আসরে টেবিল টপার মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে শুক্রবার বিশাখাপত্তনমে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের দরজা খুলেছে চেন্নাইয়ের।

গেল আইপিএলের এগারোটি আসরের মধ্যে দুটি দলই তিনবার করে শিরোপার স্বাদ পেয়েছে। মুম্বইয়ের সামনে পজিটিভ দিক হল চারবার। ফাইনালে পৌঁছে তিনবারই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে দুটো চেন্নাইয়ের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৫তে। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এছাড়া তারা ২০১৭ সালে আইপিএলের শিরোপা জিতেছে।

অপরদিকে মুম্বাইকে হারিয়ে ২০১০ সালে নিজেদের প্রথম শিরোপা জেতে চেন্নাই। পরে বছর ২০১১ সালেও আইপিএলের শিরোপ যায় তাদের ঘরের। ২০১৬ ও ২০১৭ সালে দুই বছরের নির্বসান কাটিয়ে ফিরে এসেই ২০১৮ সালে তৃতীয়বারের মতো আইপিএল শিরোপা জেতে তারা।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার প্লে-অফে ওঠার কৃতিত্ব চেন্নাইর। ১০ আসরে খেলে ১০বার প্লে-অফে উঠেছে তারা। তার মধ্যে ৮ বারই খেলেছে ফাইনালে। দুই আসরে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেনি তারা। অন্যদিকে মুম্বাই প্লে-অফে খেলেছে ৮ বার। আর ফাইনাল খেলছে পঞ্চমবারের মতো।
তবে চলতি আসরে কোয়ালিফায়ারসহ তিনবার মুখোমুখি হয়েছি দল দুটি । যেখানে তিনবারই জয় নিয়ে মাঠ ত্যাগ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই চারদিন বিশ্রাম নিয়ে ফাইনালে খেলতে নামছে তরতাজা হয়েই।চেন্নাইয়ের সেখানে ক্লান্তি বাধা হতে পারে। একটি ম্যাচ বেশিও খেলতে হয়েছে তাদের। মাঝে একদিন বিরতির পর আজ নিজেরদের চতুর্থ শিরোপা জয়ের মিশনে নামছে চেন্নাই।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles