6.8 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

রাসেল ডমিঙ্গোর উত্তরসূরিদের সাফল্য–ব্যর্থতার পরিসংখ্যান

বাংলাদেশ দলের ১২তম কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন রাসেল ডমিঙ্গো। তার আগে বাংলাদেশ দলের হেড কোচের পদে কাজ করেছেন আরো ১১ বিদেশি কোচ।

যার শুরুটা ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ হাত ধরে। তিনি বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পেছনের কারিগরদের মধ্যে প্রথম। তার দায়িত্ব নেওয়ার পর ১৯৯৭ সালে বাংলাদেশ দল আইসিসি ট্রফি জিতে ১৯৯৯ বিশ্বকাপে জায়গা করে নেয়। সেই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারানোর দিনটিই ছিল বাংলাদেশের কোচ হিসেবে গ্রিনিজের শেষ দিন।

এর পর থেকে আইসিসির কোন ইভেন্টে ট্রপি পায়নি বাংলাদেশ। যদিও পরবর্তী ২২ বছরে বাংলাদেশ দলের হেড কোচের পদে কাজ আরো অনেকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিদেশি কোচদের সাফল্য–ব্যর্থতা :

গর্ডন_গ্রিনিজ

নভেম্বর ১৯৯৬–মে ১৯৯৯
ওয়ানডে: ২৩, জয়: ৩, হার: ২০
আইসিসি ট্রফি জিতে ১৯৯৯ বিশ্বকাপে জায়গা করে নেয়?

এডি_বারলো

আগস্ট ১৯৯৯–জানুয়ারি ২০০১
টেস্ট: ১, জয়: ০, হার: ১
ওয়ানডে: ৬, জয়: ০, হার: ৬

ট্রেভর_চ্যাপেল

এপ্রিল ২০০১–মার্চ ২০০২
টেস্ট: ১০, জয়: ০, হার: ৯, ড্র: ১ ওয়ানডে: ৯, জয়: ০, হার: ৯

মহসিন কামালআলী_জিয়া

এপ্রিল ২০০২– মার্চ ২০০৩
টেস্ট: ৬, জয়: ০, হার: ৬
ওয়ানডে: ১৭, জয়: ০, হার: ১৫, ফল হয়নি: ২

ডেভ_হোয়াটমোর

জুন ২০০৩–মে ২০০৭
টেস্ট: ২৭, জয়: ১, হার: ২২, ড্র: ৪
ওয়ানডে: ৮৯, জয়: ৩৩, হার: ৫৬
টি–টোয়েন্টি: ১, জয়: ১

জেমি_সিডন্স

অক্টোবর ২০০৭–এপ্রিল ২০১১
টেস্ট: ১৯, জয়: ২, হার: ১৬, ড্র: ১
ওয়ানডে: ৮৪, জয়: ৩১, হার: ৫৩
টি–টোয়েন্টি: ৮, জয়: ০, হার: ৮

স্টুয়ার্ট_ল

জুলাই ২০১১–মে ২০১২
টেস্ট: ৫, জয়: ০, হার: ৪, ড্র: ১
ওয়ানডে: ১৫, জয়: ৫, হার: ১০
টি–টোয়েন্টি: ২, জয়: ১, হার: ১

রিচার্ড_পাইবাস

মে ২০১২–অক্টোবর ২০১২
টি–টোয়েন্টি: ৮
জয়: ৪, হার: ৪

শেন_জার্গেনসেন

ফেব্রুয়ারি ২০১৩–মে ২০১৪
টেস্ট: ৮, জয়: ১, হার: ৩, ড্র: ৪
ওয়ানডে: ১৬, জয়: ৫, হার: ১০, ফল হয়নি: ১
টি–টোয়েন্টি: ১৩, জয়: ৩, হার: ১০

চন্ডিকা_হাথুরুসিংহে

মে ২০১৪–নভেম্বর ২০১৭
টেস্ট: ২১, জয়: ৬, হার: ১১, ড্র: ৪
ওয়ানডে: ৫২, জয়: ২৫, হার: ২৩, ফল হয়নি: ৪
টি-টোয়েন্টি: ২৯, জয়: ১০, হার: ১৭

স্টিভ_রোডস

জুন ২০১৮–জুলাই ২০১৯
টেস্ট ৮, জয়: ৩, হার: ৫
ওয়ানডে: ৩০, জয়: ১৭, হার: ১৩
টি-টোয়েন্টি: ৭, জয়: ৩, হার: ৪

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles