15.7 C
New York
Tuesday, April 23, 2024

Buy now

শ্রীলঙ্কার বোলিং স্ট্র্যাটেজি কোচ হলেন মালিঙ্গা

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সাদা বলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ফাস্ট বোলিং লিজেন্ড লাসিথ মালিঙ্গাকে ‘বোলিং স্ট্র্যাটেজি কোচ’ নিযুক্ত করলো শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, ৩৮ বছর বয়সীর দক্ষতা ও অভিজ্ঞতা এই আসরে স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ হবে।

আরও পড়ুন: আবারও সেই পুরোনো প্রতিশ্রুতি পাপনের

বোর্ড বলেছে, ‘মালিঙ্গা শ্রীলঙ্কার বোলারদের সমর্থন করবেন, কৌশলগত অন্তর্দৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে মাঠে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবেন। শ্রীলঙ্কা ক্রিকেট আত্মবিশ্বাসী যে মালিঙ্গার বিশাল অভিজ্ঞতা ও ডেথ বোলিংয়ে তার দক্ষতা, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, এই গুরুত্বপূর্ণ সিরিজে দলকে দারুণভাবে সহায়তা করবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাইয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানেন মালিঙ্গা এবং শেষ টি-টোয়েন্টি খেলেন ২০২০ সালের মার্চে। ওয়ানডেতে ১০৭ ম্যাচে তার উইকেট শিকার ৩৩৮টি। ৩০ ম্যাচ খেলে টেস্ট উইকেট নেন ১০১টি। আর টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচ খেলে শিকার করেন ১০৭ উইকেট।

বিডি স্পোর্টস নিউজ/জেএন

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles