12.6 C
New York
Friday, April 19, 2024

Buy now

ক্যারিয়ারের শুরুতে সোশ্যাল মিডিয়া না থাকাকে সৌভাগ্য বলছেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটে যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হয় তাদের একজন ও একসময়ের বাংলাদেশ দলের নির্ভরযোগ্য নাম ছিলো মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন তিনি।

সম্প্রতি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের ক্যারিয়ার শুরুর সময়টাতে সোশ্যাল মিডিয়া ছিল না বলে নিজেদের সৌভাগ্যবান বলেই দাবি করলেন। ওই অনুষ্ঠানেরই এক ফাঁকে মিডিয়ার সঙ্গে ক্রিকেট নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা। সে সব কথাবার্তা এক প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন।

মাশরাফি বলেন, ‘যে পাঁচ জনের (পঞ্চপাণ্ডব) কথা বলছেন, আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আপনি যদি আমাদের আরলি ক্যারিয়ার দেখেন, তখন যদি সোশ্যাল মিডিয়া থাকত তাহলে আমরা এতদুর এসে খেলতে পারতাম না, এটা একটা প্রবলেম।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যখন ইয়াং প্লেয়াররা আসছে, তাদের উপর ইমফ্যাক্টটা (সোশ্যাল মিডিয়ার) পড়ছে। এটা ধরে রাখা সহজ না। একটা প্লেয়ার যখন পারফর্ম করতে পারছে না, তখন চারদিক থেকে যদি অ্যাটাক করা হয়, তখন কিন্তু মানসিকভাবে সে ভেঙে পড়ে।’

মাশরাফি আরও বলেন, ‘এখানে আমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। তামিমকে দেখেন, আমাকে দেখেন, সাকিব মেবি ডিফরেন্ট কেইস, মুশফিককে দেখেন, তারা কিন্তু আর্লি ক্যারিয়ারে বাদ (দল থেকে) পড়েছিল। হয়তো তামিম পড়েনি…। তবে আজকের তামিম ইকবাল ছিল না তখন। এক্সপেক্ট সাকিব ছাড়া সবাই কষ্ট করে একটা পর্যায়ে এসেছে।’

আন্তর্জাতিক ক্রিকেট তো খুব সহজ না যে এসেই পারফরম্যান্স করবে। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘তো এখন যেটা হয়, (একজন খেলোয়াড় দলে) আসলেই সবাই পারফরম্যান্স চায়। আন্তর্জাতিক ক্রিকেট এত সহজ না যে আপনি এসেই পারফরম্যান্স পাবেন বা হবে। এটা অল অ্যাবাউট পেশেন্স। তার আগে আপনাকে দেখতে হবে সে কতটা তৈরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এই দুইটা ব্যালেন্স করা খুব জরুরি।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles