12.6 C
New York
Friday, April 19, 2024

Buy now

হীরের চামচ মুখে দিয়ে জন্মেছি, ঘুষের প্রয়োজন হয়নি কখনও: ললিত মোদী

আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটানো এবং নতুন সম্পর্কের ঘোষণা করা পর থেকেই আবারও আলোচনায় ললিত মোদী।

এরপর থেকেই আলোচনা চলছে তার জীবনের নানা দিক নিয়ে। উঠে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা হিসাবেও তাঁর কর্মকাণ্ড। আর তাই আইপিএল নিয়ে নেটমাধ্যমে নিজের বক্তব্য জানিয়েছেন ললিত।

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেন জিতে ইতিহাস গড়লো পিভি সিন্ধু

নেটমাধ্যমে ললিত লিখেছেন, ‘এখন যারা আইপিএলের সাফল্যে হাসছেন, তাঁরা ভাল করেই জানেন আমি একা হাতেই সব করেছিলাম। বিসিসিআইয়ের আর কেউ এগিয়ে আসেননি। অথচ যখন দিনের খরচ বাবদ ৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা) করে দেওয়া শুরু হয়, তখন অনেকেই এগিয়ে আসেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি যে প্রতিযোগিতাটা তৈরি করেছি, সেটাই এখন গোটা দেশকে একত্রিত করে। সকলেই সেটা উপভোগ করে। অনেকেই আমাকে পলাতক বলে ডাকেন। তাতে আমার কিছু যায়-আসে না। আমি হীরের চামচ মুখে দিয়ে জন্মেছি। কখনও ঘুষ নিইনি। নেওয়ার প্রয়োজনও হয়নি কখনও। আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, আমি প্রয়াত রায়বাহাদুর গুজরমল মোদীর বড় নাতি। আমি ক্রিকেটকে টাকা দিয়েছি। কোনও টাকা নিইনি। কখনও সাধারণ মানুষের টাকা নিইনি। কখনও সরকারি সুবিধাও নিইনি।’

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে বিরাট কোহলির নাচ ভাইরাল (দেখুন ভিডিও)

বিসিসিআইয়ের আর্থিক সমৃদ্ধি নিয়ে লিখেছেন, ‘যখন বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন ব্যাঙ্কে ৪০ কোটি টাকা ছিল। যখন আমাকে নিষিদ্ধ করা হল তখন ব্যাঙ্কে ৪৭ হাজার ৬৮০ কোটি টাকা ছিল বোর্ডের। ২০০৫ সালের ২৯ নভেম্বর প্রথম বোর্ডে যাই। সে দিন আমার জন্মদিন ছিল।’

তিনি আরও বলেন, ‘ওই কাজে আমাকে এক জন জোকারও সাহায্য করেননি। ওঁরা তো জানতেনই না, কোথা থেকে কী ভাবে কাজ শুরু করতে হবে। এখন যে সব ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সেগুলো লজ্জাজনক। এখন সকলেই নিজেদের নায়ক ভাবছেন। ওঁদের আদৌ কোনও সততা আছে?’

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles