সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। তবে গুঞ্জন ছিল আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে। এসব গুঞ্জন নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের প্রসঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে খেলতে চান না সাকিব।
কিন্তু এই সিদ্ধান্ত কার? এই প্রশ্নের উত্তরে পরিষ্কার করে কিছু বলেননি বিসিবিপ্রধান। তবে তার কথা শুনে মনে হলো, তিনি সাকিবের বরাত দিয়েই কথা বললেন গণমাধ্যমে।
আরও পড়ুন: এই চ্যাম্পিয়ন ট্রফিটা পুরো বাংলাদেশের: ঋতুপর্ণা
বিসিবি সভাপতি জানান, সাকিব বেশ কিছুদিন খেলার ভেতরে নেই। এ সময় তিনি হয়তো আরব আমিরাতের টি-টেন খেলবেন। তারপর খেলায় ফিরে এলে আবার জাতীয় দলে ফেরা প্রসঙ্গ।
এখন পর্যন্ত খবর হলো, সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।