11.7 C
New York
Wednesday, May 1, 2024

Buy now

এলসিএলে খেলবেন আফ্রিদি-শোয়েব-যুবরাজ

আর মাত্র কয়েকদিন পর মাস্কাটের ওমান ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠতে চলছে লিজেন্ডস ক্রিকেট লিগের (এলসিএল)। সাবেক ক্রিকেটারদের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে খেলবে মোট তিনটি দল।

আগামী ২০ জানুয়ারী পর্দা উঠছে এলসিএলের। প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে ২ টি করে ম্যাচ খেলবে। এলসিএলের উদ্ধোধনী আসরে ভারত মহারাজের হয়ে খেলবেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটাররা খেলবেন এশিয়ান লায়ন্সে। আর এশিয়ার বাইরের দেশের সাবেক ক্রিকেটাররা মাঠ মাতাবেন ওয়াল্ড জায়ান্টসের হয়ে।

এক নজরে দেখে নিন ভারত মহারাজের স্কোয়ার্ড: বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সঞ্জয় বাঙ্গার, আরপি সিং, প্রজ্ঞান ওঝা, সুব্রামানিয়াম বদ্রিনাথ, নমন ওঝা, মুনাফ প্যাটেল, মনপ্রীত গনি, নয়ন মঙ্গিয়া, হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাও, মোহাম্মদ কাইফ, স্টুয়ার্ড বিনি।

এক নজরে দেখে নিন এশিয়া লায়ন্সের স্কোয়ার্ড: শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, মিসবাহ উল হক, মোহাম্মদ হাফিজ, উমর গুল, কামরান আকমল, মোহাম্মদ ইউসুফ, আজহার মাহমুদ, (পাকিস্তান), সনৎ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, তিলকরত্নে দিলশান, নুয়ান কুলাসেকারা, উপুল থারাঙ্গা, রোমেশ কালুভিথারানা (শ্রীলঙ্কা), আসগর আফগান (আফগানিস্তান)।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles