সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
১৪৬ রানের লক্ষ্য তারা পূরণ করে ৪ বল হাতে রেখে। এই জয়ে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। পরে অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিপর্যয় সামাল দেন। এরপর ৩০ রান করে সাজঘরে ফিরেন শেফার্ড। তবে রোভম্যান তুলে নেন হাফ সেঞ্চুরি। শেফার্ড সাজঘরে ফেরার পরে আলজারি জোসেফের ২১ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের পুঁজি পায় উইন্ডিজ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে দ্রুত পরিস্থিতি সামাল দেয় ইংল্যান্ড। স্যাম কারানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩৯ ও উইল জ্যাকস করেন ৩২ রান। ক্যারিবিয়ানদের হয়ে আকিল হোসেন ৪ উইকেট দখল করলেও হার এড়াতে পারেননি তিনি।
একই মাঠে বাংলাদেশ সময় শনিবার রাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।