বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দীর্ঘদিন পর নতুন নামে ফেরা ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী।
আগে ব্যাটিংএ নেমে ফরচুন বরিশালের সামনে ১৯৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল দুর্বার রাজশাহী। তবে মাত্র ১৮.১ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তামিম ইকবালের বরিশাল।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
মিরপুরে উদ্বোধনী ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের জিসান আলমের প্রথম বলেই দমে যান ফরচুন বরিশালের ওপেনার নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে দলীয় ১২ রানে একইভাবে আউট হন দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর কাইল মেয়ার্সকেও ফেরান পেসার তাসকিন আহমেদ।
এরপর সুইপ খেলতে গিয়ে হাসান মুরাদের বলে আত্মাহুতি দেন মুশফিকুর রহিম। তার দলীয় সংগ্রহ ছিল ৫২ রান। মুশফিক সাজঘরে ফেরার পর একই বোলারের বলে বোল্ড হন তাওহিদ হৃদয়। ৬১ রানেই ৫টি উইকেট হারিয়ে ফেলে বরিশাল।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী তখন শাহীন শাহ আফ্রিদি। আফ্রিদি ১৭ বলে ২৭ রান করেন। এরমধ্যে মারেন ৩ ছয় ও ১ চার। এরপর রিয়াদের সঙ্গ দেন পাকিস্তানি ফাহিম আশরাফ। হাসান মুরাদকে হাঁকান ৩ বলে ৩ ছয়। তাকে পেয়ে আরেকটু চড়াও হন মাহমুদউল্লাহও। দুজনই তুলে নেন অর্ধশতক।
আরও পড়ুন: বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর
১১২ রানে ৬ উইকেট হারানো বরিশাল ১৯৮ রানের লক্ষ্য টপকাতে পারবে না যখন মনে হচ্ছিল, তখনই এই দুই ব্যাটার বেধড়ক পিটিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আর কোনো উইকেট পড়তে না দিয়ে। ৪টি ছয় ও ৫ চারে ২৬ বলে অপরাজিত ৫৬ রান করে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, ৭ ছয় ও ১ চারে ২১ বলে ৫৪ রান করে নটআউট ফাহিম আশরাফ।