প্লেয়ার্স ড্রাফটের তৃতীয় ডাকে দল পেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন এই টাইগার অধিনায়ক। শান্ত ছাড়াও এরই মধ্যে মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম এবং রিপন মন্ডলকে দলে টেনেছে বরিশাল।
আজ (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়েছে বিপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানেই শান্তকে দলে ভিড়িয়েছেন ফরচুন বরিশাল।
আরও পড়ুন: বিপিএলে কে কোন দলে খেলবেন?
অনুষ্ঠিত এই ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন অনেক তারকা। তবে নাজমুল হোসেন শান্তকে সরাসরি চুক্তিতে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
অবশেষে আজকের ড্রাফটের তৃতীয় ডাকে দল পেয়েছেন টাইগার অধিনায়ক। ফরচুন বরিশাল দলে নিয়েছে তাকে। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন শান্ত।