নির্বাচনী ব্যস্ততায় ফেডারেশনের নির্বাহী কমিটির কেউই নারী সাফ চ্যাম্পিয়নশিপে যাননি। তবে সাবিনা খাতুনরা ফাইনালে ওঠায় নিজ উদ্যোগে চার নির্বাহী সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন ও টিপু সুলতান কাঠমান্ডুতে গিয়েছেন।
ইকবাল হোসেন আজ নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দলের সবার উদ্দেশ্যে বলেন, ‘আমরা তোমাদের ফাইনাল দেখতে এসেছি। আমাদের সবার সমর্থন তোমাদের দিকে রয়েছে। আমরা সবাই মিলে ট্রফি নিয়ে দেশে ফিরতে চাই।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩০ অক্টোবর ২০২৪)
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল এএফসির সভায় যোগ দিতে দক্ষিণ কোরিয়া গিয়েছেন। সভাপতির বার্তা নিয়েই তাই চার সদস্যের নেপাল যাত্রা, ‘আমাদের নতুন সভাপতি তোমাদের প্রতি শুভকামনা জানিয়েছে। সভাপতি তোমাদের প্রতি বার্তা দিয়ে পাঠিয়েছেন। আর মাত্র একটি ম্যাচ, ভালো করে খেল। আমাদের এই দুঃসময়ে একটি ট্রফি খুব দরকার।’
খেলোয়াড়দের অভাব-অভিযোগ ফেডারেশন আমলে নেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে সাবেক এই জাতীয় ফুটবলার বলেন, ‘তোমরা দেশে ফিরলে সভাপতি তোমাদের সঙ্গে বসবেন। তোমাদের কথা শুনবেন। সব কিছু ভুলে এখন আগামীকাল ম্যাচের দিকে মনোযোগ রাখো সবাই।’