12.4 C
New York
Tuesday, October 28, 2025

Buy now

নেদারল্যান্ডসে ফিলিস্তিনপন্থিদের কাছে বেদম পিটুনি খেলেন ইসরাইলিরা

আমস্টারডামে আয়াক্সের বিপক্ষে ম্যাকাবি তেল আবিবের ইউরোপা লিগের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন শত শত ইসরাইলি দর্শক। তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে ফিলিস্তিনপন্থীদের। এ ঘটনায় ফিলিস্তিনপন্থিদের বেধড়ক মারধরে আহত হয়েছেন অর্ধশতাধিক ইসরাইলি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই সংর্ঘষের ঘটনা ঘটে। আল জাজিরা জানিয়েছে, ম্যাচের আগে ইসরাইলের কিছু সমর্থক মিছিল করেন। তারা নিজেদের দেশের পতাকা উড়ান এবং ফিলিস্তিনের একটি পতাকা নামিয়ে দেন। এরপর উত্তেজনা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: ফ্রান্সের দল থেকে বাদ পড়লেন এমবাপে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় ইসরাইলি সমর্থকরা বেধড়ক মারধরের শিকার হচ্ছেন। অনেকে চারপাশে ইসরাইলিদের সন্ধানও করতে শুরু করেন। ফলে আরও কোণঠাসা হয়ে পড়েন সফরকারী দলটির সমর্থকরা।

আহত হওয়া অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৫ জন ছাড়া পেয়েছেন। এ ঘটনায় অন্তত ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles