ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইসরায়েলের। তবে ১৫ নভেম্বরের ম্যাচটি বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের সমর্থকরা।
সোমবার (৪ নভেম্বর) এই কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে এফএফএফ সদর দপ্তরের সামনে উপস্থিত হন। খবর- এপি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)
বিক্ষোভে তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইসরায়েলের ম্যাচ হবে না’ এবং ‘গণহত্যার চ্যাম্পিয়ন, ইসরায়েলকে নিষিদ্ধ কর।’ এ সময় অনেকের হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। কিন্তু বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গত মাসেই ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছিল, দর্শকদের উপস্থিতিতে হবে ফ্রান্স-ইসরায়েল ম্যাচ। একই টুর্নামেন্টে নিরাপত্তাশঙ্কা থাকার পরও ইসরায়েল–ইতালি ম্যাচ ভালোভাবেই আয়োজন করেছিল ইতালি। এরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স। ১৪ নভেম্বর ফ্রান্সের বিপক্ষে ইসরায়েলের ম্যাচটি হওয়ার কথা।