সম্প্রতি ফিনল্যান্ডের জমাটবাঁধা ঠাণ্ডার শহর ল্যাপল্যান্ডে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মূলত ক্রিসমাসের ছুটি কাটাতেই সৌদি আরবের উত্তপ্ত আবহাওয়া ছেড়ে বরফরাজ্যে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে গিয়েছেন ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, তিনি বরফে স্কি বাইক চালানো থেকে শুরু করে হিমশীতল তাপমাত্রায় তার শক্তিশালী শরীর প্রদর্শন করছেন।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৫ ডিসেম্বর)
সৌদি প্রো লিগের প্রথমার্ধ শেষ করেছে রোনালদোর দল আল নাসর। ডিসেম্বরের শুরুতে আল ইত্তিহাদের কাছে পরাজয়ের মাধ্যমে তাদের প্রথমার্ধ শেষ হয়। বর্তমানে সৌদি জাতীয় দল গালফ কাপে অংশ নেওয়ায় লিগে বিরতি চলছে। তাই ৯ জানুয়ারি থেকে পুনরায় লিগ শুরু হওয়ার আগে ছুটির সময়টি পরিবারের সঙ্গে উপভোগ করছেন রোনালদো।