সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলামের। আসন্ন বিপিএলে ড্রাফটের আগেই দল পেয়েছেন তিনি। দল পাওয়ার খুশির পরই তার ঝুলিতে যোগ হয়েছে আরও একটি খুশির। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।
নিজের খুশির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বাঁহাতি এই পেসার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন: ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল
দীর্ঘদিন বিরতির পর ফেরা চিটাগাং কিংসের হয়ে আসন্ন বিপিএলে মাঠ মাতাবেন শরিফুল। এই দলে আছেন সাকিব আল হাসান, ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটাররা।
অন্যদিকে ২১ অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে সম্ভবত আজ থেকেই প্রস্তুতি শুরু করবেন শরিফুল।