লঙ্কা টি-টেনের এবারের আসরে দল পেয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। এরপর ড্রাফট থেকে সৌম্য সরকারকে নিয়েছে হাম্বানটোটা বাংলা টাইগার্স।
টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামতে চলেছে সৌম্যর দল হাম্বানটোটা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স। গল মারভেলস এদিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। পরের দিনই মুখোমুখি হবে সৌম্য ও সাকিবের দল।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর)
এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৬ ডিসেম্বর আবারও মুখোমুখি হতে দেখা যাবে বাংলা টাইগার্স ও গল মারভেলসকে।