এবারের মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ। এমন গুঞ্জন অনেক আগে থেকে থাকলেও তা আরও জোরালো হল তার রহস্যময়ী পোস্টের কারণে। লিভারপুল-ব্রাইটন প্রিমিয়ার লিগ ম্যাচের পরের দিনই নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এক পোস্ট করেছেন মিসরীয় এই ফরোয়ার্ড। তার করা গোলেই ব্রাইটনকে হারিয়েছে লিভারপুল।
তিনি তার পোস্টে লিখেছেন, ‘গত রাতে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। যা-ই হোক না কেন, অ্যানফিল্ডে গোল করার অনুভূতি কেমন হয়, সেটা বলার মতো না।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৪ নভেম্বর)
সালাহ আরও লিখেছেন, ‘টেবিলের শীর্ষে থাকাই ক্লাবের প্রাপ্য। এর চেয়ে কম কিছু না। সব দলই ম্যাচ জেতে। তবে দিনশেষে একটা দলই চ্যাম্পিয়ন হয়। এমনটাই আমরা চাই।’
লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি ২০২৪-২৫ মৌসুমের শেষ পর্যন্ত। তার মানে আগামী বছরের জুনে শেষ হচ্ছে ক্লাবটির চুক্তি। দুই মাস আগেই তেমন কিছুরই (লিভারপুল ছাড়া) ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে গেলে তাকে একাধিক ক্লাব নিতে তৈরি বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে।