ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হেরে যাওয়া মিরাজ-লিটনরা দ্বিতীয় টেস্টেও ব্যাটিং নিয়ে আছে বিপাকে। কুঁচকির চোটের কারণে দলে থাকছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকেও দলে নেয়নি বিসিবি।
এরই মধ্যে নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে নাজমুলের অনুপস্থিতিতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৩ ডিসেম্বর)
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে লম্বা সময় পর ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন জাকির হাসান। পারিবারিক কারণে ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান।
জ্যামাইকা টেস্ট শেষে ৮ ডিসেম্বর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১০ ও ১২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুদলের টি-টোয়েন্ট সিরিজ।
আরও পড়ুন: ইতিহাস গড়ে ফিফা বিশ্বকাপের আয়োজক হচ্ছে সৌদি
এক নজরে দেখে নিন বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।